আমাদের কথা খুঁজে নিন

   

সতর্কবানীঃ ফেসবুক সেলিব্রেটি ও তাদের মুরিদরা এই লেখা থেকে দূরে থাকুন।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

অনেকদিন ব্লগে আসা হয় না, সবাই কেমন আছেন? না কোন অজুহাতে নয়, কিছুটা ঝামেলা আর অলসতা ভর করেছে।

ঘটনা-১

তখনও ভোরের আবছা আলো, রহমান সাহেব প্রতিদিনকার অভ্যাস মত হাঁটতে বের হলেন। শীতের দিন, আজ অবশ্য কুয়াশা নেই। তবে ঠান্ডা বাতাস যে বইছে গরম কাপড় পরেও তা ভাল টের পাচ্ছেন।

কিছুটা দূরে ফুটপাত ঘেঁসে কয়েকটা বাচ্চা আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে একটু উষ্ণতা নিতে চেষ্টা করছে। রহমান সাহেব বাচ্চা গুলোর দিকে এগিয়ে গেলেন। পকেটে থাকা দামী মোবাইল ফোনটা বের করে কয়েকটা ছবি তুলেলন।

ঘটনা-২

রহমান সাহেব প্রতিদনের নিয়ম মত অফিসে আসলেন। পিয়নকে কফি দিতে বলে রহমান সাহেব ফেসবুকে ঢুকলেন।

গতকল রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট স্ট্যাটাস দিছেন। "বন্ধরা ঘুম আসছে"। স্ট্যাটাস স্ট্যাটাস

স্ট্যাটাসে লাইক ৭হাজার কমেন্ট ৭শ' শেয়ার হয়েছে ৯৩২বার।

ঘটনা-৩

রহমান সাহেব সকালে তুলে আনা আগুন পোহানো অসহায় শিশুদের ছবি থেকে বেছে যে ছবিটায় শিশুদের বেশি অসহায় দেখাচ্ছে সেটা ফেসবুকে দিয়ে একটা ছোট্ট স্ট্যাটাস দিলেন,

"কোথায় আজ মানবতা? একটু উষ্ণতার আশায় চেয়ে আছে নির্মল অসহায় কিছু চোখ"। তারপর

আসুন একটু উষ্ণতার হাত বাড়াই।



স্ট্যাটাসটা দেয়ার পর, রহমান সাহেব মনে মনে ভাবছেন। গতবার রানা প্লাজা ধসের পরে এমন হাত বাড়িয়ে দেয়ার একটা স্ট্যাটাস দেয়ার পর, দেশ-বিদেশ থেকে অনেক টাকা এসেছে তার ব্যাংক ও বিকাশে। সেই টাকার বড় একটা অংশ এখনো তার ব্যাংকেই আছে। এবারও এর ব্যতিক্রম হবে না।

ঘটনা-৪

রহমান সাহেব যে ফেসবুকে এত বড় সেলিব্রেটি তার পাড়ার কেউ জানে না।

রহমান সাহেবের বাসায় ভাড়া থাকে করিম সাহেব। করিম সাহেবের বড় ছেলে ও তার কয়েকজন বন্ধু-বান্ধব এসেছে তার অফিসে। তারা পরশু উত্তরবঙ্গে শীতবস্র নিয়ে যাবে, উনার কাছে কিছু সহযোগিতা চাইতে এসেছে। রহমান সাহেব ছেলে গুলোকে খুব সমাদর করে কফি খাওয়ালেন। তারপর যতটা পারা যায় মুখে খুব গম্ভীর একটা ভাব ফুটিয়ে তুলে প্রচন্ড আন্তিরক গলায় বলেলন।

বাবা তোমরা খুবই মহৎ কাজ করতেছ, তোমরাই পারবে আমাদের এই অভাগা দেশটাকে কিছু দিতে। আমাদের দেশের সবাই যদি তোমাদের মত করে দেশের মানুষদের নিয়ে একটু ভাবতো, দেশটা অনেক এগিয়ে যেত। বলতে খুব কষ্ট হচ্ছে, আর তোমরাতো সবাই জানো দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে ব্যবসা-বানিজ্য নাই বলেলই চলে তারপরও আমি রাতে বাসায় গিয়ে তোমার চাচীর কাছ থেকে এ মাসের বাড়ী ভাড়া থেকে কিছু নিয়ে দিতে পারি কিনা।

ঘটনা-৫

করিম সাহেবের বড় ছেলে রাতে বাড়িওয়াল বিশিষ্ট ফেসবুক সেলিব্রেটি (পাড়ার কেউ জানে না উনি যে ফেসবুকের বিখ্যাত মিষ্টার ) রহমান সাহেবের কাছে গেল। রহমান সাহেব করুন কন্ঠে করিম সাহেবের বড় ছেলেকে বলেলন।

বাবা বাড়ি ভাড়া যেটা তোমার চাচীর কাছে ছিল সে আমাকে না বলেই তিন মাসের বাড়ির কারেন্ট বিল দিয়ে দিছে। বাবা তোমরা কিছু মনে করো না, তবে আমি তোমাদের কথা দিচ্ছি আগামীবার আমি নিজে তোমাদের জন্য কিছু কম্বল কিনে দিব। আর হ্যাঁ তোমাদের জন্য "সেলুট"।

তোমরাই পারবে আমাদের একটি সোনার বাংলাদেশ উপহার দিতে।

বিঃদ্রঃ ইহা একটি কাল্পনিক লেখা।

কোন ফেসবুক সেলিব্রেটির সাথে মিলে গেলে লেখক দায়ী নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।