আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাচ্ছে আর ১টি বছর

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. ২০১২ এর শেষ দিন আজ। সময়ের কাটা যেন রকেটের গতিতে ছুটে চলছে। প্রতি বছরই মনে হয় যে কাজগুলো করা হলো না সেগুলো সামনের বছর করে ফেলবো কিংবা অমুখ করবো তমুখ করবো। কিন্তু হায়! সময় চলে যায়; কাজের কাজ আর করা হয় না। অনেকেই আবার খাতায় লিখে ফেলেন গত বছরের ভুল আর সঠিক কাজের খসরা।

ভুলগুলোকে শুধরে সঠিক পথে চলার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে চলেন তারা। প্রতিটা মানুষের চাহিদা ভিন্ন। যেমন কেউ কেউ আছেন গত বছর একটা গাড়ি কিনতে চেয়েছিলেন কিংবা নতুন চাকরি পাবেন ভেবেছিলেন কিংবা প্রমোশন পাবার আশায় ছিলেন কিন্তু সেটা হয় নি। আবার কেউ হয়তো চেয়েছিলেন বিয়ে করতে কিন্তু সেটা বাস্তবে রূপ পায় নি। অনেক প্রেমিক ভাইয়েরা হয়তো চেয়েছিলেন নতুন বছরের শুরুতেই নতুন প্রেমিকা! ব্যক্তি বিশেষে একেকজনের চাহিদা আসলে একেক রকম।

মনের প্রবল ইচ্ছে থাকা সত্তেও মানুষের আশা বাস্তবে রূপ পায় না অনেকাংশে। আমার পরিচিত যত বন্ধু বান্ধব আছে তাদের দিকে তাকালে আমার হিংসে হয় মাঝে মাঝে (আসলে সব সময়ই)! ফেইসবুকে তাদের প্রোফাইলে গেলে রঙ বেরং এর কথা,ছবি, সাফল্য সবই দেখি। কিংবা দূর থেকে ফোনে কথা বললেও বুঝি তারা ভালই আছে। কেউ কেউ আবার নতুন বিবাহ করে চরম মজে আছে। অনেকে আবার প্রবাসে চলে আসছে বউ নিয়ে / কিংবা বউ ছাড়া।

বলাই বাহুল্য, আমার ব্যাচের বেশিরভাগ বন্ধুবান্ধবেরেই বিয়ে হয়ে গিয়েছে। প্রতি বছর তাদের সাথে যখন আমার নিজের জীবনের কিছু অংশ মেলাতে বসি তখন চরম হতাশ হই। শুধু দেখেই যাই তাদের সাফল্যের সিড়ি। আর আমি যেরকম ছিলাম সেরকমই থাকি। অনেকটা কচ্ছপের গতির মত।

২০১১ এর মত ২০১২ সালে এসেও আমার জীবনে তেমন কোন পরিবর্তন লক্ষ করি নি। বরং এটা বলা যায় ২০১২ সালটা আমার সবচেয়ে কঠিন, হতাশাজনক, উথকন্ঠার মধ্যে কেটেছে। মোটামোটি যা ধারনা করেছিলাম সেই ধারনাই বাস্তবে ধরা দিয়েছে এই বছর! কেন জানি ৩ আমার লাকি সংখ্যা। এই সংখ্যাটি আমার জীবনে অতপ্রতভাবে জড়িত। ২০১৩ সাল আমার জন্য লাকি হবে কি না জানি না তবে নতুন অনেক কিছুর প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

কঠিন সব বাধা পার হতেই হবে; এতটুকুই বলতে পারি। নতুন বছরের শুভেচ্ছা থাকলো সবার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।