আমাদের কথা খুঁজে নিন

   

এক বৃদ্ধার মুখমন্ডলে ঔজ্জল্য দেখে একজন মহিলা তাকে প্রশ্ন করল, তোমার চেহেরায় এই বৃদ্ধ বয়সেও লাবন্য ফুটছে, রূপ যেন এখনো যুবতীর মতই আছে। তুমি কোন ক্রিম ব্যবহার কর গো?

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
এক বৃদ্ধার মুখমন্ডলে ঔজ্জল্য দেখে একজন মহিলা তাকে প্রশ্ন করল, তোমার চেহেরায় এই বৃদ্ধ বয়সেও লাবন্য ফুটছে, রূপ যেন এখনো যুবতীর মতই আছে। তুমি কোন ক্রিম ব্যবহার কর গো?

বৃদ্ধা সহাস্যে বলল, দুই ঠোঁটে ব্যবহার করি সত্যবাদিতার লিপষ্টিক, চোখে ব্যবহার করি (হারাম থেকে) অবনত দৃষ্টির কাজল, মুখমন্ডলে ব্যবহার করি পর্দার ক্রিম ও গোপনীয়তার পাউডার, হাতে ব্যবহার করি আল্লাহর প্রেম, মস্তিস্কে ব্যবহার করি প্রজ্ঞা, আত্মায় ব্যবহার করি আনুগত্য এবং প্রভৃত্তির জন্য ব্যবহার করি ঈমান।

সত্যই কি অমূল্য ক্রিমই না ব্যবহার করে বৃদ্ধা। তাই তো তার চেহেরায় লাবণ্য ও জৌতি।

সুত্রঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।