আমাদের কথা খুঁজে নিন

   

একনজরে পার্থপ্রতিম মজুমদার

জন্ম : ১৮ জানুয়ারি, ১৯৫৪, পাবনার কালাচাঁদপাড়ায়

বাবা : হিমাংশু কুমার বিশ্বাস,

মা : সুশ্রিকা বিশ্বাস

স্ত্রী : জয়শ্রী (ঝুমু)

সন্তান : পুত্র সুপ্রতিম ও মেয়ে দোয়েল।

পড়াশোনা : পাবনার জুবিলী স্কুল, কলকাতার ড. শীতল প্রসাদ ঘোষ আদর্শ বিদ্যালয়, ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কলকাতার যোগেশ দত্ত মাইম একাডেমিতে মূকাভিনয়ের ওপর শিক্ষা গ্রহণ করেন। ১৯৭২ সালে ভারতের চন্দননগর থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ঢাকা মিউজিক কলেজ থেকে স্নাতক হন। ১৯৮১ ও ১৯৮২ সালে মডার্ন কর্পোরাল মাইমের ওপর ইকোল দ্য মাইম নামে এতিয়েন দ্যু ক্রুর কাছে শিক্ষা গ্রহণ করেন।

এর পর ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মারসেল মার্সোর কাছে ইকোল ইন্টারন্যাশনালি দ্য মাইমো ড্রামা দ্য প্যারিসে মাইমের ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

কর্মজীবন : ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রথমবারের মতো মূকাভিনয় প্রদর্শন করেন তিনি। পরবর্তীতে ১৯৭৫-১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৮ বার মাইম প্রদর্শন করেন। ১৯৮২-১৯৮৫ সালগুলোতে তিনি প্যারিসের বিভিন্ন থিয়েটারে মোট ২৬টি শো করেন। এ ছাড়া লন্ডনে ২টি, গ্রিসে ২টি এবং স্পেনে মাইমের ২টি শো করেন।

এর পর তিনি পৃথিবীর বহু দেশে মূকাভিনয় প্রদর্শন করেছেন। তিনি মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তার অভিনীত একটি ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়। তিনি ওয়েস্টার্ন ইউনিয়ন, নাইকি, আইবিএম ও ম্যাকডোনাল্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির পণ্যের প্রচারে মডেল হিসেবেও কাজ করেছেন।

পুরস্কার ও সম্মাননা : কলকাতা যোগেশ মাইম একাডেমি থেকে মাস্টার অব মাইম (১৯৮৭), একুশে পদক (২০১০), ফ্রান্স সরকারের শেভালিয়র (নাইট) উপাধি (২০১১), বাংলা একাডেমি ফেলোশিপ (২০১৪) উল্লেখযোগ্য।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.