আমাদের কথা খুঁজে নিন

   

আবারো বাড়ছে বিদ্যুতর দাম



বিদ্যুৎ বিভাগের এক প্রস্তাবে প্রধানমন্ত্রীর সায় দেয়ায় আবারো বিদ্যুতের দাম বাড়ছে।

বৃহস্পতিবার জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে সম্মতি দেন তিনি।

তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটাই ছিল প্রদানমন্ত্রীর প্রথম বৈঠক।

তবে বিদ্যুৎবিভাগের প্রস্তাবে সায় দিলেও প্রধানমন্ত্রী এখনই দাম বাড়ানোর ব্যাপারে সম্মতি দেননি। শীতে বিদ্যুতের দাম বাড়ালে গ্রাহকদের উপর চাপ কম পড়বে উল্লেখ করে প্রধানমন্ত্রী শীত মৌসুমে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে নির্দেশনা দেন।



পাশাপাশি বিদ্যুতের বুৎপাদন বৃদ্ধি করতে এবং উৎপাদন খরচ কমাতে মহেশখালীতে প্রস্তাবিত এলএনজি (তরলায়িত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে স্থাপন এবং বিদেশ থেকে কয়লা আমদানি বৃদ্ধি ও বিদেশে কয়লা খনি লিজ নেওয়ার ব্যাপারে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম।

এছাড়া বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা নিরসণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত দেশের মানুষের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেবার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া বিগত ৫ বছর আন্তরিকভাবে দায়িত্বপালনের জন্য মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।