আমাদের কথা খুঁজে নিন

   

অটোচালকদের বিক্ষোভে মঞ্চ ছাড়লেন কেজরিওয়াল

দিল্লিতে আটোচালকদের বিক্ষোভ আর স্লোগানের মুখে মঞ্চ ছাড়তে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আজ শুক্রবার বিক্ষুব্ধ অটোচালকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে তাকে দেখেই দিল্লির অটোচালক ইউনিয়নের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে থাকেন।

আরও বেশি পার্কিং স্ট্যান্ড, বিভিন্ন বিষয় ভেরিফিকেশনে শিথিলতা ও কম চালানের দাবিতে এদিন সবর হন অটোচালকরা। অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে উপেক্ষিত হচ্ছে অটোচালকরা।

তাদের প্রতি উদাসীন রাজ্য সরকারও।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কেজরির প্রচারে এই অটোচালকদের একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তাই স্বভাবতই এদিনের সম্মেলন ছিল আবেগপ্রবণ ও একইসঙ্গে আক্রমণাত্মক।

মুখ্যমন্ত্রী পৌঁছনোর পর স্লোগানে ফেটে পড়ে এলাকা। অটোচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চালানোর পরিকল্পনা নিয়ে আসেন কেজরিওয়াল।

কিন্তু তাতেও থামেনি হইচই। শেষে বাধ্য হয়ে মঞ্চ ছাড়তে হয় তাকে।

তবে বিক্ষোভ আর স্লোগানের এক ফাঁকেই অটোচালকদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, যাত্রী প্রত্যাখ্যান করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া থেকেও বিরত থাকার নির্দেশ দেন তিনি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.