আমাদের কথা খুঁজে নিন

   

এসএমই ঋণ বেড়েছে

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের হালনাগাদ করা এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত  এ খাতে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৮৫ হাজার ৩২৩ কোটি ২৫ লাখ টাকা।

২০১২ সালে এসএমই খাতে ৬৯ হাজার ৭৫৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল ব্যাংকগুলো। অর্থাৎ এই বছর ঋণ বিতরণ ২২ দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ২০১৩ সালে এসএমই খাতে ৭৪ হাজার ১৮৬ কোটি ৮৭ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল।

বছর শেষের হিসেবে লক্ষ্যমাত্রার ১১৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে।

আগের বছরে লক্ষ্যমাত্রার ১১৮ শতাংশ ঋণ বিতরণ হয়েছিল।

প্রতিবেদনে দেখা যায়, গতবছরে প্রস্তুতকারক খাতে ২৪ হাজার ১৬ কোটি ৬৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

এই খাতে ২০১২ সালের চেয়ে ২ হাজার ১১৯ কোটি ৩১ লাখ টাকা বেশি ঋণ বিতরণ হয়েছে। তবে ওই বছরে এ খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছিল ৩১ দশমিক ৩৯ শতাংশ, যা এবার সামান্য কমে ২৮ দশমিক ১৫ শতাংশ হয়েছে।

২০১৩ সালে সেবা খাতে ৪ হাজার ৬০২ কোটি ৮৯ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে, যা ২০১২ সালের তুলনায় ৯৭১ কোটি ৯৯ লাখ টাকা।

এ খাতে ঋণ বেড়েছে ২৬ দশমিক ৭৭ শতাংশ।

ব্যবসা খাতে ৫৬ হাজার ৭০৩ কোটি ৭২ লাখ টাকার ঋণ বিতরণ হয়েছে, যা বিগত ২০১২ সালের বিতরণ করা ঋণের চেয়ে ১২ হাজার ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকা বেশি। ব্যবসা খাতে ঋণের প্রবৃদ্ধি ৬৬ দশমিক ৪৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক অস্থিরতার মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিবাচক সাড়া দিয়েছে।

“রাজনৈতিক অস্থিতিশীলতা মধ্যে বড় শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিয়ে অনেকে বিপাকে পড়েছে।

তবে বিকল্প অর্থায়ন হিসেবে অধিকাংশ ব্যাংক এসএমই খাতকে বেছে নিয়েছে, যা দেশের অর্থনীতিতে নব অগ্রযাত্রার সূচনা করেছে। ”

এসএমই ঋণের অধিকাংশ ব্যবসা খাতে বিতরণ হয়েছে।

মাছুম পাটোয়ারী মনে করেন, গতবছরে ঘন ঘন হরতাল ও সংঘাতময় পরিস্থিতির কারণে ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ বিতরণ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরো দেখা যায়, গত বছরে নারী উদ্যোক্তাদের মধ্যে ৩ হাজার ৩৪৬ কোটি ৫৫ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা ২০১২ সালের তুলনায় ১ হাজার ১২২ কোটি ৫৪ লাখ টাকা বা ৫০ দশমিক ৪৭ শতাংশ বেশি।

এছাড়া ৬৫ হাজার ৫০৪ জন নতুন উদ্যোক্তাদের মাঝে ১৩ হাজার ১৯৭ কোটি ৬১ লাখ টাকার ঋণ দেয়া হয়েছে, যা ২০১২ সালের চেয়ে ১৭২ দশমিক ৯৩ শতাংশ বেশি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.