আমাদের কথা খুঁজে নিন

   

মধুর আমার মায়ের হাসি... একটি ছবি ও কিছু কথা!

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ ♪ মধুর আমার মায়ের হাসি ♪ রুমে বড় ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার ফাঁকে আমি ভয়ে ভয়ে ফেসবুকে লগ ইন করলাম! ভয়ে ভয়ে বলছি কারন ৭-৮ দিন আগে এক বড় ভাইয়ের সামনে ফেসবুক ওপেন করছি অম্নি হোম পেজে ১ম পোষ্টে একটা প্রায় নগ্ন ছবি হাজির! কেউ একজন আমার লিস্টে থাকা এক বন্ধুকে ট্যাগ করছে। পেছন থেকে আস্তে করে ভাই চলে গেল। আমার ইজ্জতের ফালুদা! আলতু ফালতু ট্যাগের যন্ত্রণায় অস্থির! আমার টাইমলাইন ট্যাগ ভিজিবিলিটি বন্ধ করে দিয়েছি। কিন্তু বন্ধুদেরটা ঠেকাবো কেমন করে!? যাই হোক আসল কথাই আসি।

ফেসবুক ওপেন করতেই উপরের ছবিটা চলে আসলো। কেউ একজন ট্যাগ করেছে। মাশাল্লাহ্‌! দারুন একটি ছবি। অসাধারন এক মুহূর্ত! একটুকরো ভালো লাগার ট্যাগ! সন্তান ও মা দুই জনের মুখেই হাসি। মায়ের হাসির চেয়ে পবিত্র ও মধুর দৃশ্য আছে বলে আমার এই মুহূর্তে মনে আসছে না।

আসলে সন্তানের খুশিতে যার খুশি, সন্তানের দুঃখে যার দুঃখ...এমনই সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী মা। অথচ এই মাকে কত কষ্ট দেই। নিজের কথা বলি- আমার ভালো কিছুর কারনে মা খুশি হয়েছে এমন ঘটনা মনে পড়ে না। তবে মনে পড়ে, এইচ এস সি’তে যখন খারাপ রেজাল্ট করেছিলাম তখন আমি শুধু আমি আমার মায়ের ছেলে হয়ে গিয়েছিলাম! (আব্বু আম্মুকে বলতো “"তোমার ছেলে এইটা করল, ওইটা করল, তোমার ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না!"”) কত দিন আমার মায়ের মুখে এমন হাসি দেখি না! তোমাকে অনেক ভালোবাসি আম্মু! ♥ (কখনো না বলা এই কথা শুনে আমার আম্মু নিশ্চয় মুচকি হাসছে! বাব্বা! আজ আমার ছেলেটার হঠাৎ কি হল?!) পরিশিষ্টঃ ছবিতে থাকা মা-মেয়েকে অনেক শুভকামনা। ছবিটির ফটোগ্রাফার, আপলোডার, ট্যাগকারী সবাইকে অনেক ধন্যবাদ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।