আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্যে ফিরিয়ে আনুন হারানো উষ্ণতা

বিয়ের কয়েক বছর পর কেন জানি মনে হতে থাকে সম্পর্কটা আর আগের মত নেই। সম্পর্কের উষ্ণতা হারিয়ে গিয়েছে কোথায় যেন। জীবনের কঠিন বাস্তবতার ধাক্কায় সম্পর্কটাও বর্ণহীন হয়ে পড়েছে। সংসারের প্রয়োজনেই যেন এক সঙ্গে বসবাস। বিশেষ করে সন্তান জন্মদানের পর অধিকাংশ দম্পতিই সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

নিজেদেরকে সময় দেয়ার কথাই ভুলে যান তারা।

দাম্পত্য সম্পর্কের হারিয়ে যাওয়া আকর্ষণ ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে দুজনকেই। আসুন জেনে নেয়া যাক দাম্পত্যে হারিয়ে যাওয়া আকর্ষণ ফেরানোর কয়েকটি উপায়: 

 

সঙ্গীর জন্য সাজুন

দাম্পত্য সম্পর্কের প্রথম দিকের দিনগুলোর মতো সঙ্গীর (স্বামী/স্ত্রী) জন্য নিজেকে সাজিয়ে তুলুন। পরিচ্ছন্ন ও গোছানো থাকার চেষ্টা করুন। বাইরে বেড়াতে গেলে রুচিশীল পোশাকে পরিপাটি করে সাজুন।

পার্টিতে বন্ধুরা প্রশংসা করলে স্বাভাবিকভাবেই সঙ্গী আপনার প্রতি আকর্ষণবোধ করবেন।  

 

মনযোগী হোন যৌন জীবনের প্রতি

 

দাম্পত্য সম্পর্ক পুরোনো হয়ে গেলে কিংবা সন্তান জন্মদানের পর অধিকাংশ মানুষই যৌন জীবনকে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে ও দুজনের প্রতি দুজনের আকর্ষণ বজায় রাখা জন্য সুখী যৌন জীবন অত্যন্ত জরুরি।  

 

বেড়াতে যান শুধু দুজনে

প্রেম করার সময় কিংবা বিয়ে পর প্রথম দিনগুলোতে তো মাঝে মাঝেই বেড়াতে যান। দাম্পত্যের আকর্ষণ বাড়ানোর জন্য দুজনে মিলে সুন্দর কোনো জায়গা থেকে বেড়িয়ে আসুন।

সম্ভব হলে নিজেদের মধুচন্দ্রিমার স্থানটিতে কিংবা যে জায়গাগুলোতে আপনাদের সুখস্মৃতি রয়েছে সেসব জায়গায় বেড়াতে যেতে পারেন। তাহলে পুরোনো স্মৃতি মনে পড়ে সম্পর্কের উষ্ণতা ফিরে আসে পুনরায়।  

 

দুজনের জন্য সময় রাখুন

সারাদিন পরিবার, কর্মস্থল ও সন্তানকে সময় দেয়ার পর সঙ্গীকে দেয়ার মত সময় থাকে না অধিকাংশ মানুষের। কিন্তু আলাদা করে কিছুটা সময় দুজনের একসঙ্গে কাটানো বেশ জরুরি। মুখোমুখি বসে এক কাপ চা/কফি খেতে পারেন, ঘুমানোর আগে কিছুক্ষণ বসতে পারেন বারান্দায় কিংবা সকালে একসঙ্গে হাঁটতে যেতে পারে।

 

 

সারপ্রাইজ গিফট দিন

মাঝে মাঝে সঙ্গীকে উপহার দিয়ে চমকে দিন। তাকে নিয়ে যেতে পারেন পছন্দের কোনও রেস্টুরেন্টে কিংবা মুভি বা নাটক দেখতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।