আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক সময়ে জ্বলে উঠতে চান মেসি

মৌসুমে দ্বিতীয়বারের মতো চোটে পড়ার পর গত মাসে আবার মাঠে ফিরেছেন ২৬ বছর বয়সী মেসি।

বিবিসি ফুটবল ফোকাসকে চার বারের বিশ্বসেরা এই ফুটবলার বলেন, "আমি খুব ভালো আছি; উদ্যমের পরিপূর্ণ ও অনেক আশাবাদী। অনেক দিন পর আমি আবার খেলায় ফিরেছি। "

এ মৌসুমে লা লিগায় ১৫ ম্যাচে মাত্র ৯টি গোল করেছেন মেসি। তবে বর্তমানের ফর্ম নিয়ে তিনি সন্তষ্ট।

"ধীরে কিন্তু নিশ্চিতভাবেই বছরের ঠিক সময়টাতেই আমি ফর্মের চূড়ায় উঠবো বলে আশাবাদী। এই বছরটা কেবল আমার জন্যই নয়, বার্সেলোনা ও আর্জেন্টিনার জন্যও দারুণ হবে। "

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ভালো করবে বলেই বিশ্বাস অধিনায়কের।

"আমি মনে করি, এই বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য ঠিক সময়েই এসেছে। আমাদের আছে দারুণ সব খেলোয়াড়, যারা দেশের জন্য খেলতে ভালোবাসে।

আমি মনে করি, আমরা ব্রাজিলে চমৎকার অবস্থায় যাবো, দুনিয়ার সব সম্ভাবনা নিয়ে। "

স্পেনের লা লিগায় আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

রিয়াল মাদ্রিদের সঙ্গে স্প্যানিশ কাপ কোপা দেল রের ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে লা লিগা চ্যাম্পিয়নদের।

এসব ম্যাচে জয় পাওয়াই এখন মেসির লক্ষ্য। এরপর দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার চূড়ান্ত লক্ষ্য তো আছেই।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।