আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টি টিপস



বই মেলায় পাওয়া যাচ্ছে কম্পিউটার ব্যবহারের টিপস ও মোবাইল অ্যাপস বিষয়ক বই। ২টি বই ২ টি ক্যাটাগরির শুরু ও জানার আগ্রহীদের জন্য বেশ সহায়ক। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের দৈনিক টুকটাক নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের জন্য "কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস" কাজে লাগবে আশা করছি। যারা আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ব্যবহার করেন তাদের জন্য "কাজের যত মোবাইল অ্যাপস" বইটি।





ব্লগে শেয়ার করেছি এই কারনে, এখানে অনেক ব্লগারই আছেন যারা দৈনিক কম্পিউটার ব্যবহার করতে গিয়ে টুকটাক সমস্যা দেখা যায়। হয়তো অনেকে জানেন, অনেকে অন্যের সহায়তা নিয়ে ঠিক করে ফেলেন, শেষ পর্যন্ত ডাক্তার পর্যন্ত হয়তো অনেকের দৌড়াতে হয়, আর গুনতে হয় মনের অজান্তে কিছু জানা অজানা বিল।

আমার কথা হচ্ছে, আপনি নিজেই ছোট ছোট টিপস গুলো শিখে নিন। গুগোল সার্চ করুন। অনলাইনে টিউটোরিয়াল দেখুন।

বই পড়ুন অথবা শেষ কোন পরিচিত বন্ধু-বান্ধবীর সহযোগিতা নিন। এক দমই না হলে তারপর ডাক্তার এর কাছে যান।

হ্যাঁ প্রিয় সহব্লগারগণ আমি এখানে ২টি বইয়ের মধ্যে প্রথম বইটি বেশি কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছি। আমি নিজেও বই ২ টি সংগ্রহ করেছি মেলা থেকে। আমি বলছি না আপনাকে বই কিনতেই হবে, তবে হয়তো ভাল কিছুর সন্ধান পেলে জানাতে আমাদের কারই দ্বিধা হওয়া উচিত না।



যিনি বইটি লিখেছেন উনি আমাদের প্রিয় ব্লগ প্রথম আলো ব্লগের প্রধান সঞ্চালক। এর আগে "নানা কাজের মুক্ত সফটওয়্যার" এবং বাংলা উইকিপিডিয়া কি এবং কেন নামের আরও দুটি বই লিখেছেন। যার মধ্যে "বাংলা উইকিপিডিয়া কি এবং কেন বইটি" কোলকাতায় ব্যাপক সাড়া দিয়েছে। কিভাবে উইকিপিডিয়ায় নিজেরা লিখতে পারে, কিভাবে এর স্বেচ্ছাসেবক হওয়া যায়, কিভাবে নিবন্ধ করা যায়, কিভাবে সম্পাদনা করা যায় সব ধরণের দিক নির্দেশনা স্ক্রিন শট সহ দেওয়া আছে বইটিতে। যা আমাকে/আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে সহায়তা করবে।

বই দুটিও বই মেলায় পাওয়া যাচ্ছে তাম্রলিপি স্টলে।

এছাড়াও অনলাইনের বাংলাদেশের যে কোন অঞ্চল থেকে ২৫% ছাড়ে রকমারি ডট কম থেকেই সংগ্রহ করতে পারবেন ঘরে বসেই www.rokomari.com/nhasive ঠিকানা থেকে অথবা ফোন করে (১৬২৯৭)।

এই সংক্রান্ত নিউজ ইখবর ডট কমে, এখানে ক্লিক করে দেখুন। ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.