আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে স্বর্ণ লুটের ঘটনায় কুমিল্লায় অস্ত্রসহ আটক ১

ফেনীতে গতকাল শনিবার স্বর্ণের দোকান লুটের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একজনকে অস্ত্র ও ককটেলসহ আটক করেছে পুলিশ। উপজেলার কিংছফুয়া থেকে গতকাল রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মাসুদের বাড়ি (২৫) ভোলার দৌলতখান উপজেলায়। তার পিতার নাম নুরুন্নবী।

জানা যায়, গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনী সদরের আবেদীন জুয়েলার্সের সামনে ৩০/৩৫টি ককটেল ফাটিয়ে স্বর্ণ লুট করে ৭/৮ জনের ডাকাত দল। পালিয়ে যাওয়ার সময় চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় পুলিশ রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় ডাকাত দল মাইক্রোবাস নিয়ে মহাসড়ক থেকে পূর্ব দিকে গ্রামে ঢুকে পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় মাসুদকে আটক করা হয়।

এ সময় একটি পিস্তলসহ ডাকাত দলের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ট-গ-৬৭৪৭) থেকে ১৪টি ককটেল ও দুটি রামদা উদ্ধার করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।