আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসিতে বসেছে ১৪ লাখ শিক্ষার্থী

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১০টা থেকে আট বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ সৃজনশীল পরীক্ষা হচ্ছে।

এবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি ২১টি বিষয়ের পরীক্ষা হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে।

আগামী ২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে, অর্থাৎ ২০ মের মধ্যে ফল দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

এবার মাধ্যমিকে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার শিক্ষার্থী বেড়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।

গত জেএসসি-জেডিসি, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষা বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের বাধায় পড়ায় এবার এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব মহলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী।

এবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে।

এবারো দৃষ্টি প্রতিবন্ধী ও সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারছে। তাদের জন্য দেয়া হচ্ছে অতিরিক্ত ২০ মিনিট সময়।

গত পাঁচ বছর ১ ফেব্রুয়ারি খেকে এসএসসি পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে তা আট দিন পিছিয়ে দেয়া হয়।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবারো জনপ্রতিনিধিরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবেন না।

শিক্ষার্থীদের পাশাপাশি কোনো শিক্ষকও মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না।

অবশ্য কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।