আমাদের কথা খুঁজে নিন

   

‌'বইপোকাদের দল' অসামাজিক বোধের সামাজিক পাঠ

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি...


কিছু বই পোকাদের
কিছু বই খোকাদের
কিছু বই বইপোকাদের

বইপোকাদের তৈরি একটি স্লোগান। সত্যিই বইটা বইপোকাদের জন্য। আর তরুণ্য উদ্যমী কিশোরদের জন্য। যারা দেশকে নিয়ে ভাবেন। চিন্তা করেন আধুনিক উন্নত সমাজের।



ছয়জন কিশোরের অসাধারণ কিছু কর্ম চিত্রিত হয়েছে। রিভিউয়ের ছোট্ট কথায় সেটা তুলে আনা সম্ভব নয়। তবে গল্পটাতে পাবেন একই সঙ্গে আনন্দ, বিনোদন, এ্যাডভেঞ্চার এবং পৃথিবীতে নতুনভাবে বেচে থাকার প্রেরণা, নতুন কিছু করার প্রেরণা।

সামুর ব্লগারদের অনুরোধ রইল বইটা পড়ার। ব্যক্তি দেখে নয়, বইটার ম্যাসেজটার জন্যই এ অনুরোধ।



আশা করি বইটা পড়ার পর আপনি নিজেই তা অনুভব করবেন, এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।

বইটি প্রকাশ করেছে : আদর্শ
মেলায় স্টল নং : ২৭৭
(সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশ মুখের প্রথম স্টল)
ক্রয়মূল্য : ১০০ টাকা


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।