আমাদের কথা খুঁজে নিন

   

শামসুরকে আইসিসির শাস্তি

রোববার আইসিসির একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে গণমাধ্যমের কাছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে 'আপত্তিকর মন্তব্য' করায় শামসুরকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়। শাস্তি মেনে নিয়েছেন ওই টেস্টের শতক হাঁকানো এই ব্যাটসম্যান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে 'আম্পায়ারের একটি বাজে সিদ্ধান্তে' নাসির হোসেনের আউট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন শামসুর।

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অজন্তা মেন্ডিসের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন নাসির। অস্ট্রেলীয় আম্পায়ার পল রাইফেল মেন্ডিসের আবেদনে সাড়া দিলেও শামসুরের দাবি, বল নাসিরের ব্যাটে লাগেনি।

“এমন একজন ব্যাটসম্যান বাজে সিদ্ধান্তের বলি হয়ে ফিরলে পুরো দলকে ভুগতে হয়। ঐ আউট না দিলে দিনটা আমাদেরই হতো। ”

তবে দুই ইনিংসেই ব্যাটস্যানদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শামসুর আইসিসির খেলোয়াড়দের জন্য নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছেন। অবশ্য শামসুর আইসিসির ম্যাচ রেফারিরদের এলিট প্যানেলের ডেভিড বুনের কাছে দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন বলে এ জন্য আনুষ্ঠানিকভাবে কোনো শুনানি হবে না।

'লেভেল ওয়ানের' এই প্রথম অপরাধের জন্য শাস্তি সতর্কবার্তা অথবা তিরস্কারের মুখোমুখি হওয়া থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কর্তন।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.