আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা আবাহনীকে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী

ড্র করলেও ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে ঢাকা আবাহনী। চট্টগ্রাম আবাহনী ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করেছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম মিনিয়ে ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিমের ক্রস থেকে ক্যামেরুনের স্ট্রাইকার ইকিলে প্যাট্রিকের হেড এগিয়ে দেয় ঢাকা আবাহনীকে।

৮০ ও ৮২ মিনিটে ঢাকা আবাহনীকে পর-পর দুটো সুযোগ নষ্ট করার মাশুল দিতে হয়।

প্রথমে ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস থেকে মিডফিল্ডার আরমান আজিজের হেড ক্রস বার ঘেঁষে বাইরে চলে যায়।

এরপর মিশুর ক্রস থেকেই ফরোয়ার্ড আব্দুল বাতেন কোমলের হেড কোনো রকমে পোস্টের ওপর দিয়ে তুলে দেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক।

৮৫ মিনিটে মিডফিল্ডার জাভেদ খানের ক্রস ধরে ফরোয়ার্ড সোহেল মিয়া বক্সের বাম দিক দিয়ে ঢুকে আড়াআড়ি শটে গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান।

শেষ পর্যন্ত এই গোলটি একটি মূল্যবান পয়েন্ট এনে দেয় চট্টগ্রাম আবাহনীকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.