আমাদের কথা খুঁজে নিন

   

শালিকের ফ্ল্যাটে সাবলেটঃ মোড়ক উন্মোচন- দন্ত্যস রওশন



৮ ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে শালিকের ফ্ল্যাটে সাবলেট বইয়ের মোড়ক উন্মোচন করেন- প্রথম আলো বন্ধু সভার সভাপতি, একজন সব্যসাচী লেখক, অণুকাব্যের জনক দন্ত্যস রওশন








প্রচ্ছদশিল্পীঃ পিয়ালী ভূঁইয়া
ব্যাঙ্গালোর, ভারত


মুখবন্ধঃ মোহাম্মদ জমির হায়দার বাবলা


বিপণন পরিকল্পনা ও সহযোগীঃ মাহফুজুল হক শাওন


প্রকাশকঃ অন্তরের ডাক

পরিবেশনাঃ

গদ্যপদ্য (স্টল ৪৩, সোহরাওয়ার্দি উদ্যান)
আদর্শ (স্টল ২৭৭, সোহরাওয়ার্দি উদ্যান)
এক রঙ্গা এক ঘুড়ি (স্টল ২৫, লিটলম্যাগ চত্বর, বাংলা একাডেমী)

রকমারি ডট কম www.rokomari.com

কবিতার সংখ্যাঃ ৪৯ টি

পৃষ্ঠা সংখ্যাঃ ৭২

বইয়ের গায়ের দামঃ ১৬০ টাকা (২৫% কমিশনে বইমেলায় ১২০ টাকা)



দন্ত্যস রওশন । আমার প্রিয় একজন সাদা মনের মানুষ । অন্তরের শ্রদ্ধা সবসময় তাকে ।












শালিকের ফ্ল্যাটে সাবলেট নিয়ে কবি সুমন দাশের অনুভূতি ।



আমরা যেখানে এখন চোখ ফেলি না, অনিয়মটাই নিয়ম ভেবে অভ্যস্ত হয়ে পড়েছি যেসকল মজ্জাগত বিচ্ছেদে, মানবিক ষোলকলা পতনে, সেসব আদি সত্য কথন ফের চোখের সামনে এনে ভাবিয়ে তুলে অপুদার কবিতা । এ কেবল কবিতা নয় এখানে উঁকি দিয়ে ফিরবে বহু বছরের রাত্রি শেষে নতুন সোনালি ভোর । নতুন করে ভাবতে হবে । নতুন করে ভাবাবে অনিন্দ্য অন্তর অপুর কবিতা ।

অপুদা, তোমার ভেতর জেগে থাকুক চির সবুজ প্রাণ ।

মানুষের চোখ ফাঁকি দিয়ে যাওয়া সঙ্কটগুলো তোমার চোখে বিঁধে থাকুক পঙতিতে । আমরা পড়ে নেব সেসব ক্রান্তিকাল । জেগে উঠব ফের ।

কবির জন্য সেই শুভকামনা । সফল হোক সমস্ত আয়োজন, শুভচিন্তা ।




শালিকের ফ্ল্যাটে সাবলেটঃ ঐন্দ্রজালিক ভাবনার বিমূর্ত প্রচ্ছদ ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.