আমাদের কথা খুঁজে নিন

   

একটি একাকী শালিকের দুঃখ-বিলাস

এই ব্যস্ত শহরে কিছু একাকী পথচারি রাতের আ্ধাঁরে নিভৃতে হেঁটে বেড়ায় মানবতার খোঁজে,বিবেকের তাড়নায়।আমি তাদের একজন হিসেবে নিজেকে ভাবি। হাত বাড়ালেই যখন ধরতে পারি মেঘমালা আর অজানাতে যখন মন, চায় হারাতে তোমায় ভেবে। এক পশলা বৃষ্টি, যখন ধুয়ে দেয় সব হতাশা তোমায় ঘিরে আর, যত স্মৃতি ফেলে আসা কোন এক সময়ে,একসাথে। আমি বাঁচতে চেয়েছি স্বপ্নরাজ্যে, যেখানে ভয় নেই তোমায় হারাবার। আমি দুঃস্বপ্নের মাঝেও হাতড়ে বেরিয়েছি তোমায়। কখনও বর্ষার জলে কান্না মেপে কখনও সূর্যস্ন্যানের প্রখর তাপে তারপর কোন এক ভোরে, ঘুম ভেঙ্গে দেখেছি- নেত্রপটে ক'ফোঁটা জল জমে গেছে তোমার শূন্যস্থাণ পূরণে। চাইনি সে জল, তোমায় কোন অভিসম্পাত দিক। কেননা তখন,আমার দুঃখ-বিলাস করছিল নির্জনে উড়ে যাওয়া এক একাকী শালিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.