আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে প্রগতিশীল ছাত্র জোটের ধর্মঘট : পাঁচ ফটকে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের ডাকা সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে। টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের প্রথম বর্ষের অনার্স কোর্সের ১ লাখ ৩৭ হাজার টাকা টিউশন ফি ও সব বিভাগের বিভাগ উন্নয়ন ফি প্রত্যাহার দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট চলাকালে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ ছাড়া সকাল থেকে কয়েক দফায় মিছিল শেষে কলা ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রগতিশীল ছাত্র জোট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.