আমাদের কথা খুঁজে নিন

   

লতিফ ও পলকের দায়িত্বেই একীভূত মন্ত্রণালয়

আর বিলুপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পেয়েছেন নতুন মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব।

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আব্দুল লতিফ সিদ্দিকী একইসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনাইদ আহমেদ পলক।

গত সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নামে মন্ত্রণালয় গঠন করে সরকার।

এর আওতায় রাখা হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব নতুন করে নির্ধারণ করেন বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, লতিফ সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (মন্ত্রণালয়ের দায়িত্বে) ইয়াফেস ওসমানের অনুপস্থিতিতে জুনাইদ আহমেদ বিকল্প হিসেবে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.