আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাডসেন্স বিষয়ক সমস্যা ও তার সমাধান

গুগল অ্যাডসেন্স কে বলা হয় সোনার হরিণ, অনেকেই আছে যারা অনেক কষ্ট করে অ্যাডসেন্স পেয়েছেন কিন্তু আসানারুপ ফল পাচ্ছেন না। আসলে এর পেছনে অনেক কারন রয়েছে যেমন......
উপরের কয়েকটি কারনে আপনার অ্যাকাউন্ট বাতিলও হয়ে যেতে পারে। সবসময় একতা কথা মনে রাখবেন যে আপনার যেকোনো চালাকি গুগল খুব সহজে বুঝে ফেলে, অনেকে মনে করে অন্য কোন কম্পিউটার থেকে আমি আমার সাইট এ ঢুকে অ্যাড এ ক্লিক দিলে হয়ত গুগল বুঝবে না, এটা কখনও করতে যাবেননা। অ্যাডসেন্স এর কোন অ্যাড এ যখন ক্লিক করা হয় তখন তার সমস্ত তথ্য গুগল এর কাছে রেকর্ড থাকে যে কোন কারনে অ্যাড এর উপর ক্লিক করা হল। তাই চেষ্টা করুন কিভাবে আপনার সাইট তাকে আপডেট করা যায়।

আপনার অ্যাড এ এমনিতেই সবাই ক্লিক করবে । আপনি যদি ইউজার দের পচন্দ মত ইনফর্মেশন দেন তাহলে ভিজিটররা দেখবেন এমনিতেই আপনার সাইট এ ভিজিট করছে।
এখানে কিছু অ্যাড এর সাইজ দিলাম, এই অ্যাড গুলো গুগল খুব পছন্দ করে............
Medium rectangle (300 x 250)

Large rectangle (336 x 280)

Leaderboard (728 x 90)

Wide skyscraper (160x600)

তবে হাঁ অ্যাড গুলা সঠিক জায়গাতেই বসাতে হবে, অনেকেই পাশাপাশি দুইটা অ্যাড বসায়, ভুলেও এই কাজ করবেননা।
এখানে কয়েকটি ইমেজ দিলাম এই ভাবে অ্যাড গুলো বসাতে পারেন এতে আপনার সাইটটি দেখতেও ভাল লাগবে আর ভিজিটর রাও দেখবেন ক্লিক করবে। আসলে আপনার সাইট এ যদি ভাল মানের কনটেন্ট থাকে তাহলে দেখবেন আপনার অ্যাড গুলো ভিজিটররা আগ্রহ নিয়ে তা দেখবে।


300x250
336x280

728x90

160x600

উপরের নিয়ম অনুসারে অ্যাড গুলা বসান দেখবেন আপনার সাইট টি দেখতে যেমন ভাল লাগছে তেমনি আপনার ইনকাম আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। তবে একটু ধর্য ধরে কাজ করুন আশা করি ভাল ফল পাবেন।
আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোন সমস্যায় পরেন, অ্যাডসেন্স বিষয়ক যেকোনো বিষয়। কম্পিউটার বিষয়ক যেকোনো সমস্যাও শেয়ার করতে পারেন আমি যথা সাধ্য চেষ্টা করবো সমাধান দিতে।
মোবাইল - 01712990099
Email: marufrahman@live.com
http://www.facebook.com/marufrahmanbd


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.