আমাদের কথা খুঁজে নিন

   

ঘাটাইল সেনানিবাসে মর্টার বিস্ফোরণে ৫ সেনা ও বিজিবি সদস্য নিহত \ আহত ১৫



ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরণে ৫ সেনা ও বিজিবি সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সেনা সদস্য ও দুইজন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য। আহত হয়েছেন ১৫জন। আহতরা সবাই বিজিবি সদস্য। আহতদের সকলকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

১২ ফেব্র“য়ারি বুধবার দুপুর বারটায় প্রশিক্ষণ চলাকালে সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবির জানান, ঘাটাইল সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জে বিজিবি’র বার্ষিক গোলা বর্ষণ প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ চলাকালে বেলা বারটার দিকে ৮২ মিলিমিটার এর একটি মর্টার সেল বিস্ফোরিত হলে ঘটনাস্থলে সেনাসদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল ও পারভেজ এবং বিজিবি সদস্য ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী আবু সুফিয়ান ও একরামুল হোসেন নিহত হন। এ ঘটনায় আহতরা হলেন বিজিবির মেজর ফরহাদ, সিপাহী পলাশ, জিন্নত আলী, আনোয়ার হোসেন, ফিরোজ মিয়া, রিয়াজ, আলতাবুর, আজিজ, জাহিদ, শাহজাহান, আজহারুল। আহত ও নিহত বিজিবির সদস্যরা দিনাজপুরে অবস্থিত বিজিবির তিন নম্বর সেক্টরে কর্মরত ছিল।

নিহ দুই সেনাসদস্য ঘাটাইল শহিদ সালাহউদ্দিন সেনানিবাসে কর্মরত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।