আমাদের কথা খুঁজে নিন

   

আহ এখন দেখুন, আপনাদের নাতির ঘরের পুতিরাও সেই একই জায়গায় দাড়িয়ে!

নিরন্তর সত্যের উপর পথ চলি, দুমড়ে মুচড়ে দেই সব বাধা!

বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের আনাচে কানাচে হাজার হাজার ত্যাগী ও ন্যায় নিষ্ঠ মানুষ রয়েছেন। কেউ বাস করেন খোদ রাজধানীতে, কেউ বা হয়তো টেকনাফ বা তেতুলিয়ার কোন এক প্রান্তে। আমি অবাক হই, কেন এরা এদের জীবন যৌবন শেষ করে দেন, তবুও এক জায়গায় মিলিত হন না, এক চা'য়ের দোকানে চা পান করেন না! একজন আব্দুলাহ সরকার চলে গেলেন, একজন আব্দুল মতিনও যাওয়ার পথে, আব্দুল্লাহ আবু সাঈদেরাও একদিন যাবেন বৈকি! জাষ্ট ওয়ান্ডারিং ...আর কত দিন, মাস, বছর, যুগ এভাবে আপনাদের বিচ্ছিন্নতায় পার হবে! তত্বের নামে বিভক্তি, শব্দের নামে বিভক্তি, 'হাতুড়ি কাস্তে নাকি কাস্তে হাতুড়ি', 'ঘোড়া আগে না গাড়ী আগে', 'মাও সেতুং নাকি লেনিন নাকি শিব নারায়ন দাস' এইসব আর কত? একদিন আপনারা স্বপ্নে ভেসেছেন, ভেবেছেন, আপনাদের নাতি পুতিরা হয়তো দেখে যেতে পারবে! আহ এখন দেখুন, আপনাদের নাতির ঘরের পুতিরাও সেই একই জায়গায় দাড়িয়ে, একই শ্লোগান দিচ্ছেন, একেবারে গোড়াতে আপানার যেটা দিতেন! এভাবেই হয়তো শতবর্ষ পার হয়ে যাবে! অথচ আপনাদের ঐক্যই পারতো দেশটাকে সমুলে বদলে দিতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।