আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল দলে উপেক্ষিত কাকা, রবিনিয়ো

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সকার সিটিতে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য ঘোষিত দলে অভিজ্ঞ ফরোয়ার্ড রবিনিয়ো, তারকা মিডফিল্ডার কাকা ও ডিফেন্ডার মাইকনের জায়গা হয়নি।

আপাতত ১৬ জনের নাম ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারি। পরে ব্রাজিলিয়ান লিগে খেলা ফুটবলারদের নাম ঘোষণা করা হবে।

কাকা ও রবিনিয়ো আবার উপেক্ষিত হলেও সবাইকে অবাক করে দলে ফিরেছেন ফার্নানদিনিয়ো। সাবেক কোচ মানো মেনেজেসের অধীনে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ম্যানচেস্টার সিটির ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জুলিও সিজার (কুইন্স পার্ক রেঞ্জার্স)।

ডিফেন্ডার: ডাভিদ লুইজ (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), চিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ) ও রাফিনিয়া (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো (ভলফসবুর্গ), পলিনিয়ো (টটেনহ্যাম), ফার্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি), রামিরেস (চেলসি), অস্কার (চেলসি) ও উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: হাল্ক (জেনিত সেন্ট পিটার্সবার্গ), বার্নার্ড (শাখতার দোনেৎস্ক) ও নেইমার (বার্সেলোনা)।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.