আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় ১৮তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব, এবছর সাহিত্যে পুরস্কার পাচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

------

নেত্রকোনার সাহিত্য সমাজ আয়োজন করেছে দুই দিনব্যাপী অষ্টাদশ বসন্তকালীন সাহিত্য উৎসবের । অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন প্রখ্যাত মানবাধিকার কর্মী আয়েশা খানম । উৎসবে কথা সাহিত্যিক সেলিনা হোসেন কে এ বছর অষ্টাদশ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে ।

উৎসব প্রাঙ্গণ – পাবলিক লাইব্রেরী চত্তর , বকুলতলা , মোক্তার পাড়া, নেত্রকোনা ।

প্রথম দিন(প্রথম পর্ব )-
১ ফাল্গুন ১৪২০ , ১৩ ফেব্রুয়ারি ২০১৪ , রোজ – বৃহস্পতিবার ।



সকাল ৯.০০ টা – বসন্ত বন্দনা, পরিবেশনায়- উদীচী শিল্পী গোষ্ঠী , নেত্রকোনা ।
সকাল ৯.৩০ টা – আনুষ্ঠানিক উদ্বোধন ।
সকাল ১০ টা – বসন্তবরন আনন্দ শোভাযাত্রা ।
সকাল ১০.৩০ টা – শিশুদের মুক্ত চিত্রাংকন ।
সকাল ১১.০০ টা – ঝুটন ঘোষের তবলা লহরী পরিবেশনা ।


সকাল ১১.৪০ টা – স্বরচিত কবিতা ও গল্প পাঠ ।

দ্বিতীয় পর্ব -
বিকাল ৩.৩০ টা- মুক্তস্বর এর পরিবেশনা ।
বিকাল ৪.০০ টা- স্বরচিত কবিতা ও গল্প পাঠ ।
বিকাল ৫.০০ টা- বংশীবাদক মোখলেছুর রহমানের পরিবেশনা ।
বিকাল ৫.১৫ টা- আলোচনা অনুষ্ঠান ,

বিষয় : কথা সাহিত্যের ভাষা ও সেলিনা হোসেন
প্রবন্ধ উপস্থাপনা : কবি সরোজ মোস্তফা
মুখ্য আলোচক : যতীন সরকার ।



আলোচক : বেগম রোকেয়া , কবি আলী ইদ্রিস , কবি আব্দুর রাজ্জাক, কবি গাজী মোবারক হোসেন , কবি মামুন খান ও আহমেদ স্বপন মাহমুদ ।

তৃতীয় পর্ব -
সন্ধ্যা ৬.৩০ টা- খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ১৪২০ প্রদান ।
এবারের পুরস্কৃত প্রিয়জন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ।
প্রধান অতিথি – কথা শিল্পী ডঃ মোহীত উল আলম
মাননীয় উপাচার্য , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় ।

সভাপতি – কামরুজ্জামান চৌধুরী ।


রাত ৮.০০ টা- নাট্য কলা বিভাগ , জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় এর পরিবেশনা ।

মঞ্চ নাটক : ওয়ান গালা
নির্দেশনায় : মামুন রেজা ।
রাত ৯.০০ টা – শতদল সাংস্কৃতিক একাডেমীর পরিবেশনা ।

দ্বিতীয় দিন ( প্রথম পর্ব )-
২ ফাল্গুন ১৪২০ , ১৪ ফেব্রুয়ারি ২০১৪ , রোজ – শুক্রবার ।
বিকাল ৪.০০ টা – আবৃত্তি আসর : প্রেমের পদাবলী , স্বরচিত কবিতা ও গল্প পাঠ ।


বিকাল ৫.০০ টা – রম্য বিতর্ক ।

দ্বিতীয় পর্ব -
সন্ধ্যা ৬.৩০ টা – সাংস্কৃতিক অনুষ্ঠান
রাত ৮.০০ টা – উৎসব সমাপ্তি ঘোষণা ।

‘খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার ২০১৪’ পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রতিবছর একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয় নেত্রকোনা সাহিত্য সমাজ। আজ বৃহস্পতিবার শহরের মোক্তারপাড়ার পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় ১৮তম ‘বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান শুরু হয়।

নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রথম দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন নারীনেত্রী আয়েশা খানম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.