আমাদের কথা খুঁজে নিন

   

ফাইল লুকান আরো গোপনভাবে! চমৎকার ভাবে!

হ্যালো! কেমন আছেন আপনারা? অনেকদিন পর টিপস নিয়ে লেখতে বসলাম। গেমস নিয়ে লেখতে লেখতে মাথা ধরে গেছে। যাই হোক আজকে যেই বিষয়টি নিয়ে লেখবো তা হলো, এই পদ্ধতির মাধ্যমে আপনি ছবির ভিতর, গানের ভিতর, ভিডিও ফাইলের ভিতর, টেক্স ফাইলের , ওয়ার্ড ফাইলের ভিতর আরে ভাই আপনি যেকোনো ফাইলের ভিতর আপনার “গোপনীয়” ফাইলটিও লুকিয়ে রাখতে পারবেন!

স্টেপ:
**ধরুণ আপনি photo.jpg ছবির ভিতর O97.exe ফাইলটি লুকাবেন। **


copy /b photo.jpg+O97.rar new.jpg

লক্ষ্য করুন, এখানে কপি লিখে স্পেস দিয়ে /বি লিখে স্পেস দিতে হবে। এর পর ফটো.জেপিজি মানে যেই ছবিতে আমি ফাইলটি লুকাবো তার নাম + ও৯৭.রার মানে আমার লুকানো ফাইল লিখে স্পেস দিয়ে নিউ.জেপিজি মানে যেই নামে নতুন লুকায়িত ফাইলটি তৈরি হবে সেটা লিখতে হবে।

এরপর এন্টার দিন।

এখানো কোডটাই আসল।
এভাবেই আপনি চাইলে অডিও গান, ভিডিও ফাইল, ওর্য়াড ফাইল ইত্যাদির ভিতর আপনার ফাইলটি লুকিয়ে রাখতে পারবেন। শুধু কোড টি মনে রাখতে হবে।
copy /b photo.jpg+abc.rar new.jpg
এখানে কপি /বি ঠিক থাকবে।

এরপর অডিও ফাইল হলে ফাইল.এমপি৩, ভিডিও ফাইল হলে ফাইল.এমপি৪ ইত্যাদির সাথে যেই ফাইলটি লুকাবেন তাকে কমপ্রেস করে + চিহ্ন দিয়ে যোগ করুন। সবার শেষে নতুন ছবি / অডিও/ ভিডিও ফাইলে যেখানে আপনার লুকায়িত ফাইলটি থাকবে সেটির নাম লিখে এরপর তার ফরম্যাট লিখে এন্টার দিন। ব্যাস।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.