আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালওয়্যার ছড়ায় ‘নকল’ ফ্ল্যাপি বার্ড

ফ্লাপি বার্ডের নির্মাতা ডং নিগুয়েন এর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নকল ফ্লাপি বার্ড ইন্সটল করার সময় বেশকিছু বিষয় জানতে চাওয়া হয়। যেটা আসল ভার্সন ইনস্টল করতে জানতে চাওয়া হয় না।
ইন্টারনেট কনটেন্ট সিকিউরিটি ফার্ম ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডং নিগুয়েন ফ্ল্যাপি বার্ড অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলেছেন। তবে একই নামে গুগল প্লেতে পাওয়া যাচ্ছে ‘নকল’ ফ্ল্যাপি বার্ড। ওই গেইমের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ায় বলে জানিয়েছে ট্রেন্ড মাইক্রো।


ওই অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় কতগুলো বিষয় জানতে চাওয়া হয়। এতে সম্মতি সুচক জবাব পেলে বিভিন্ন রকম মেসেজ আসতে থাকে ওই স্মার্টফোন ব্যবহারকারীর কাছে। নিগুয়েন জানিয়েছেন, অরিজিনাল ফ্লাপি বার্ডের আলাদা কোনো ট্রায়াল ভার্সন নেই। এটা সম্পূর্ণ এবং ফ্রি। তবে নকল ফ্ল্যাপি বার্ডে ট্রায়াল ভার্সন ইনস্টল করার পর চার্জ কাটা হয়।


ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, নকল ফ্ল্যাপি বার্ড ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হতে পারে। মোবাইলফোন, জিমেইল ও অন্যান্য বিলিং ডকুমেন্ট রেজিস্ট্রার্ড ব্যবহারকারীর কাছ থেকে চলে যাচ্ছে স্ক্যামারদের কাছে। এতে ব্যবহারকারীর বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে মোবাইলফোনে বাড়তি বিলও আসতে পারে।
ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্ল্যাপি বার্ডের নির্মাতা নিগুয়েন জানান, গেইমটি তৈরি করা হয়েছে সাময়িক বিনোদনের জন্য। পরে দেখা গেছে গেইমটি অধিকাংশ ক্ষেত্রে আসক্তিকারক হয়ে যাচ্ছে।

এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে গেইমটি চিরতরে বন্ধ করে দেওয়া দরকার। ইতোমধ্যে গেইমটি অ্যাপল স্টোর ও গুগল প্লে থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.