আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা দিবস

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

আজ নাকি আহা বিশ্ব ভালবাসা দিবস
বৎসরে ৩৬৪ দিন কেঠেছে ভালবাসাবিহীন
একটু ভালবাসার কাতর হয়ে কাঠিয়েছে দুর্দিন
আজ নাকি একদিন তাদের ভালবাসার সুদিন ,
আজ তারা সেজে গুজে পরিপাটি হয়ে পরস্পরে
করবে নানা রঙ বেরঙের ফুল, দামী উপহার আর
তার সাথে হৃদয়ে থেকে হৃদয়ে ভালবাসা বিনিময়,
পরম যতনে আজ রাতে দামী রেস্তোরায় খাবে ,
ঠোঁটে ঠোঁট রেখে পরম আদরে চুমুবে পরস্পরে
হাতে হাত রেখে তারা আজ কোমর দোলিয়ে নাচবে
হুইস্কির পেয়ালায় চুক চুক চুমুতে কণ্ঠ ভেজাবে
মাতাল হবে, আজ রাতে মাতালের মত ভালবাসবে;
রাত শেষে যে যার ঘরে ফিরে যাবে সেই তিমিরে,
তারপর বাকি ৩৬৪ দিন কোন খবর থাকবে না;
আবার হৃদয়ে হাহাকার
আবার কাতর কান্না
আবার বিরহ বেদনা
আবার ও আপেক্ষা ৩৬৪ দিন
কখন বিশ্ব ভালবাসা দিবস আসবে
কখন একটি রাত পরস্পরে কাছে পাবে
একটু ভালবাসা সোহাগে আদরে মাতবে।

আর এই অধম কিনা বৎসরে ৩৬৫ দিন
আদরে সোহাগে চুমুতে বুকে নিয়ে তোমায়
সোহাগের বিছানায় জড়াজড়ি করে ঘুমায়,
তবু ও তোমার নিত্য মান অভিমান খুন-সুটি
ভালবাসার কমতি দেখার নিত্য অভিযোগে
কান জ্বালাপালা, তবু ও তোমায় ভাল লাগা
আর ও অনেক বেশী বেশী ভালবাসা পেতে
তোমার মনের আকুতি
চোখে কাতর জলের ধারা
আমাকে বিচলিত করে প্রতিটি মুহুর্ত;

তাই তো প্রতিটি মুহুর্ত
প্রতিটি দিন
বৎসরে ৩৬৫ দিন
তোমার আমার একান্ত ভালবাসা দিবস।





এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.