আমাদের কথা খুঁজে নিন

   

জুড়ীতে লাঞ্চিত হয়েও টাকার বিনিময়ে জুয়াড়ীদের ছেড়ে দিয়েছে পুলিশ

গতকাল রাতে জুড়ী  উপজেলা সদরের গরেরগাঁও গ্রামে জুয়াড়ীদের হাতে শারিরিকভাবে লাঞ্চিত হয়েও টাকার বিনিময়ে পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, 'পুলিশকে টাকা দিয়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও মঙ্গলবার রাতে উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়ীতে বড় আকারে জুয়ার আসর বসে। এছাড়া বত্সরে একদিন এই বাড়ীতে ওরসের নামে বিশাল জুয়ার আসর বসে। গতকাল রাতে ওরস উপলক্ষে বাড়ীর পাশে বসে জমজমাট জুয়ার আসর'।

এলাকাবাসীরা জানায়, 'চাহিদামত ভাগ না পাওয়ায় পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ৪/৫জনকে আটক করলে আসর মালিক সেলিমের নেতৃত্বে জুয়াড়ীরা দলবদ্ধ ভাবে পুলিশের উপর হামলা করে এদের ছিনিয়ে নেয়।

হামলায় এক পুলিশ সদস্য ও বেলাগাঁও ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল হক টেনু আহত হন। ঘটনার খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮/১০জনকে আটক করলে তাত্ক্ষণিক এক সমঝোতায় প্রায় অর্ধলক্ষ টাকার বিনিময়ে পুলিশ সকলকে ছেড়ে দেয়'।

এ ব্যাপাওে ইউপি সদস্য শরিফুল হক টেনু মিয়ার মুটোফোনে বারবার যোগাযোগ করার চষ্টো করেও তা বন্ধ পাওয়া যায়। তবে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওরসে জুয়ার খবর পেয়ে পুলিশ হানা দিলে জুয়াড়ীরা পালিয়ে যায়'। সিনিয়র সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো আলমগীর হোসেন জানান, তিনি বিষয়টি জানেন না, খোজ নিয়ে দেখছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।