আমাদের কথা খুঁজে নিন

   

এভরার সঙ্গে ঘটনাটি ছিল অসত্য: সুয়ারেস

২০১১ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের লেফট ব্যাক এভরাকে গালি দেয়ার অভিযোগে সুয়ারেসকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এই উরুগুইয়ান অবশ্য মনে করেন, এভরার সঙ্গে ঘটনাটি ছিল একটা ‘নাটক’ আর গণমাধ্যম ও এফএ সেটাকে ‘অতিরঞ্জিত’ করে তুলেছিল।

তবে দুটো বিতর্কিত ঘটনায় নিজেকে দোষী মেনে নিতে দ্বিধা নেই সুয়ারেসের।

“আমার ক্যারিয়ারে আমি দুটো ভুল করেছি। আয়াক্সের হয়ে খেলার সময় (ওটমান) বাকালকে কামড় দিয়েছিলাম।

একই কাজ করেছিলাম (ব্রানিস্লাভ) ইভানোভিচের সঙ্গে, চেলসির বিপক্ষে খেলার সময়। ঘটনা দুটো ছিল আমার ভুল আর সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। ”

“এ দুটো ছাড়া আর বাকি সব ঘটনা যেন চলচ্চিত্র। যদিও ইংল্যান্ডের মানুষ সে সব বিশ্বাস করে। আর এভরার সঙ্গে ঘটনাটা? আমি সেটাই বলতে চাচ্ছি।

ঘটনাটা সত্যি নয়। আমি আসল ঘটনার জন্য দোষী সাব্যস্ত হইনি। কিন্তু লোকে সেটা মনেই রাখেনি। ”

দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সতীর্থ স্টিভেন জেরার্ড আর কোচ ব্রেন্ডন রজার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সুয়ারেস।

“লিভারপুলে জেরার্ড একজন দারুণ মানুষ।

সে সব সময় আমার পাশে থাকে। সে গণমাধ্যম ও আমার সঙ্গে কথা বলে অনেক ঝামেলা মিটিয়েছে। এটা আজীবন আমার মনে থাকবে। কোচ ব্রেন্ডন রজার্স সম্পর্কেও একই কথা বলবো। তার সঙ্গেও আমার দারুণ সম্পর্ক।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.