আমাদের কথা খুঁজে নিন

   

আজ কি ভ্যালেন্টাইন্স ডে, নাকি ছিনতাই ডে?



কষ্টের কথা কাকে বলি?
আমাদের দেশের মানুষগুলো এমন কেন?
দিনে দুপুরে কেড়ে নিয়ে যায় সবার সামনে, অথচ কেউ কিছু বলে না।
আজ গাইবান্ধার ATI(Agricultural Training Institute) ছাত্র হলের বারান্দায় দুপুর বেলা ছিনতাইয়ের শিকার হলাম। আমার মোবাইল আর মানিব্যাগ নিয়ে গেল । তারা ছিল ৫ জন। শুনে সবাই মজা পাবেন, আমি ছিনতাই হচ্ছিলাম আর ঐ হলের কিছু কিছু ছাত্র পাশ দিয়ে মসজিদে যাচ্ছিল জুম্মার নামাজ পড়তে।

এক ছাত্র কিছু দূরে গোসল করছিল, আর একজন তার পাশে দাঁড়িয়ে দেখছিল। বারান্দা দিয়ে যখন আমাকে হ্যাস্তন্যাস্ত করা হচ্ছিল, এক ছাত্র রুম থেকে বের হচ্ছিল, তাকে অঙ্গুলি নির্দেশে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়া হল।
ছিনতাই হওয়ার পর আমি হলের সামনে দাঁড়িয়ে ছিলাম, এইজন্য যে আমার খুব জানতে ইচ্ছে করছিল, কেন ছাত্ররা হলে ছিনতাই হতে দেখেও সাহায্য না করে নিশ্চুপ ছিল। সকলে নামাজ থেকে ফিরলে ১৫-২০ জনকে একসাথে পেলাম। তাদের কেউ কেউ স্বীকার করল, তারা যাওয়ার সময় ঘটনাটি দেখে গিয়েছে, কিন্তু তাদের কিছু করার ছিল না।


তারা বলল, ছিনতাইকারীরা সবাই বহিরাগত। আর আমরাই সব সময় ভয়ে ভয়ে থাকি। কিছু বললে আমাদেরকেই মারধর করে। মেরে ফেললেও আমাদের কিছু করার ছিল না।
দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বের হয়ে এলাম।

আর কিই বা করার আছে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।