আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশের সাঁকোই ভরসা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেমালিয়া নদীর চাতলপাড়-রতনপুর-দুর্গাপুর এলাকায় একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি কয়েক হাজার মানুষের। ফলে বেমালিয়া নদীর ওপর একটি ব্রিজের অভাবে ১০ গ্রামের হাজার হাজার নারী-পুরুষ, শিক্ষার্থীসহ সব বয়সের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদী পারাপারে নৌকা অথবা বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। স্বাধীনতার পর থেকে আজ পযনর্্ত অবহেলিত গ্রামটির খালের ওপর এ সেতুটি নির্মাণে কেউ এগিয়ে আসেনি। জানা যায়, চাতলাপাড় ইউনিয়নের বেমালিযা নদীর ওপর ব্রিজ নির্মিত না হওয়ায় ১০ গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ জনসাধারণকে জীবনের ঝুঁকি নিয়ে অন্যতম অবলম্বন ওই বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসী জানায়, নদীর পানি বৃদ্ধি পেলে নৌকায় এবং পানি হ্রাস পেলে নৌকার স্থলে বাঁশের সাঁকোটি ব্যবহার হয়ে থাকে। চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, এখানে ওই বাঁশের সাঁকোটির পরিবর্তে একটি সেতু বা ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তাছাড়া উপজেলা সদরের শেষ সীমান্তবর্তী ও হাওর বেষ্টিত ইউনিয়ন হওয়ায় ওই এলাকার জনগণ অনেক সুযোগ-সুবিধা থেকেই বঞ্চিত রয়েছেন বলেও তিনি জানান।

এলজিইডির উপজেলা প্রকৌশলী আকবর আলী জানান, এ নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য অধিদফতরে অনেক আগেই প্রস্তাব পাঠানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.