আমাদের কথা খুঁজে নিন

   

মংলায় ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মংলা-খুলনা মহাসড়কের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার জানান, ভোমরা বন্দর দিয়ে অবৈধভাবে কিছু ভারতীয় মালামাল বাংলাদেশে প্রবেশ করে সড়ক পথে ঢাকা পাঠানো হবে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মংলা-খুলনা মহাসড়কের রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করে। এসময় একটি নৌকা থেকে কিছু সাদা বস্তা নামাতে দেখে কোস্টগার্ড চ্যালেঞ্জ করে। বোটটি দ্রুত নদীর দক্ষিণ দিকে পালিয়ে যায় এবং নদীর পাড় থেকে ২১টি বস্তায় ৭১ বান্ডেল অবৈধ ভারতীয় বিলাস বহুল কাপড় জব্দ করা হয়।

জব্দ করা ভারতীয় কাপড়ের বর্তমান  বাজার মূল্য ৭৪ লাখ ২৯ হাজার টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।