আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিওবার্তা জামায়াত বিএনপির বক্তব্যের সা

খ্যাতিমান নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদের মতে, আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির বার্তা বাংলাদেশের জামায়াতে ইসলামী ও বিএনপির এতদিনের রাজনৈতিক বক্তব্যের সারমর্ম। বক্তব্যের নানান দিক তুলে ধরে গতকাল বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে এ মন্তব্য করেন সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা। হেফাজতে ইসলামের মতো অন্য ইসলামী সংগঠনগুলো এই বক্তব্যকে প্রত্যাখ্যান না করার বিষয়টিকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, আল- কায়েদা প্রধানের যে বার্তা ইন্টারনেটে প্রচার হচ্ছে সেই বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে। এমনকি মুক্তিযুদ্ধকে স্বীকৃতিও দেওয়া হয়নি। বাংলাদেশের কতিপয় ইসলামী দলেও একই অবস্থান ছিল। এ ছাড়া চলমান যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়ায় অভিযুক্তদের জাওয়াহিরি 'ইসলামিক স্কলার' বলে অভিহিত করেছেন। ভারত, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক রাজনীতিবিদদের দায়ী করেছেন। বলেছেন, বাংলাদেশ একটি জেলখানা। মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, জাওয়াহারির এই বক্তব্য হলো বাংলাদেশের প্রমাণিত রাজনৈতিক শক্তি জামায়াত, বিএনপির এতদিনের বক্তব্যের সারমর্ম উপস্থাপন। তিনি বলেন, জামায়াতের মতো জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর অাঁতাত নেই বলে এত দিনের যে ধারণা ছিল তা ভুল প্রমাণ করেছে জাওয়াহিরির এই বক্তব্য। মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, আল-কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলো একটি ক্ষমতাধর দর্শন প্রচার করে থাকে। এর মাধ্যমে স্থানীয় জঙ্গিবাদী সংগঠনগুলো উজ্জীবিত হয়ে অনেক ধরনের সহিংসতা করে থাকে। এ ক্ষেত্রেও তেমন কোনো বিষয় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। তিনি বলেন, তবে মানুষ এ ধরনের সহিংসতা সবসময়ই প্রত্যাখ্যান করে থাকে। যেমন জামায়াত নেতা সাঈদীর রায়ের পর যে ধরনের সহিংসতা করা হয়েছে, মানুষ তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। মে. জে. (অব.) আবদুর রশীদের মতে, নির্বাচন ও রাজনৈতিক চাপে দেউলিয়া হয়ে যাওয়া বাংলাদেশের একটি রাজনৈতিক মতাদর্শের পক্ষের লোকজন জাওয়াহিরির মাধ্যমে শেষ চেষ্টা বা লাস্ট কল প্রচার করেছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আল-কায়েদার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশীদ। তার মতে, হেফাজতে ইসলাম বক্তব্য প্রচারের পর তাৎক্ষণিক যেভাবে জাওয়াহিরির বক্তব্য প্রত্যাখ্যান করেছে তাকে আমি স্বাগত জানাই। কিন্তু অন্য সব দল কিন্তু প্রত্যাখ্যান করেনি। এটি উদ্বেগজনক। এই নিরুদ্বেগ থাকা তাদের অনুসারীদের উজ্জীবিত করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.