আমাদের কথা খুঁজে নিন

   

আমার অকবিতা যন্ত্রণার খেলা ঘর

আমি অধম

ইদানিং কেন জানি যন্ত্রণা ছাড়া আমি অপূর্ণ হয়ে যাচ্ছি
ভালোই লাগে যখন যন্ত্রণা গুলো আমার নিউরন নিয়ে খেলা করে
সারা দিন বিছানায় পড়ে থকার মাঝে
তীব্র সুখের ঘ্রান অনুভুত হয় !!
মাঝে মাঝে জানালার পর্দাটা সরিয়ে আকাশ দেখি
যন্তণা গুলো তখন ভিতরে ভিতরে দুখড়ে উঠে
মনে হয় আকাশের বিশালতার মাঝে
আমার জন্য এত টুকু ঠায় নেই !


আমার আকাশে ভয়ংকর কালো মেঘের আনাগোনা
মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কাল বৈশাখী এসে হানা দিবে
সেখানেই আমার ভয় কেননা
আমার স্বপ্ন গুলো না আবার তচনচ হয়ে যায় !
কম্বল মুডি দিতে আর ভালো লাগে না
অনুভব করি প্রিয় কারো স্পর্শ হাতড়িয়ে বাড়াচ্ছে
আমার দেহ মন ।উতলা আমি! উতলা আমার নিউরন !!
প্রকম্পিত হচ্ছে আমার হৃদয়
যেন চিবুক ছিড়ে বেরিয়ে পড়বে এখনি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।