আমাদের কথা খুঁজে নিন

   

এইবার যা দেকতাছি তাহইলো দেশের সব অফিস আদালতে ঐদাড়ি কাটিং হান্দাইয়া গেছে

চিগিমিকি নামের একটা বিড়াল ছানা আমি আগেও বলছিলাম, কেউ কানে তুলেন নাই, বলছিলাম কিনা এই দেখেন তার প্রমান: বলছিলাম না কেমন যেন দাড়িকাটিং লোক অলিগলিতে সকালবেলা নজরে আসছে, এই হইলো তার নমুনা !!!!! শহরে কি বিশেষ ধরনের কাটিং দাড়ি ওয়ালা লোক হঠাৎ করে বেড়ে গেছে ? এখন কতা হইলো গিয়া, মাস খনেক ধইরা যেই হানেই যাই-অফিস, আদালত সব জায়গায়- বাশেষ কইরা পত্রিকার অফিস গুলিতে, দলে দলে সেই রকমের দাড়ি কাটিং লোক নিয়োগ পাইছে, এমন অদক্ষ লোক তারা কের নিচ্ছে ঠিক জানিনা, তয় হেতেরা আদাজল খাইয়া কাজ করতাছে, কি কাজ করতাছে আল্লাই মালুম। তয়, আমার মনে ওয় এইবারো যখন আসল জিনিস টের পাওন যাইবো তহন আসলে করার কিছুই থাকবো না; এদের স্টং হোল্ড আছে মনে লয়, কারণ চাকরি হারিনোর ভয় এদের নাই, উপরন্ত পুরান লোকদের এরা নানা ভাবে বিরক্ত করার লাগছে, আর নতুন গ্রুপ ধইরা লেখা ছাপান লাগছে, তয় সেই সব লেহা দেইহা "দাড়ি কাটিং" এর কিছুই বুজন যাইবো না....... এই বারো ওয়েট কইরাই দেহি শ্যাষ পর্যন্ত এই সব দাড়ি কাটিংয়েরা কি করে ছাড়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.