আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরী ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ না দিয়ে বৈষম্য করা হচ্ছে দাবি করে মানববন্ধন করেছে ইবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা।

আজ সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা অভিযোগ করে সম্প্রতি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউটের এক নিয়োগ বিজ্ঞপ্তিতে জেনেটিক ইঞ্জিনিয়িারিং শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পশুপালন, কৃষি অর্থনীতি, অর্থনীতি, মার্কেটিং এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের কথা উল্লেখ থাকলেও সেখানে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হয়নি।

অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানায় তারা। একইসাথে শিক্ষার্থীরা বাংলাদেশে চাকুরীর সকল  ক্ষেত্রে বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টির দাবি জানায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।