আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে অত্যাচারী ও পশুদের হাত থেকে তুমি সকল মা - বোনদের রক্ষা কর ।

আমি তোমাদের গান গাই একজন মানুষ ৪৫ ইউনিট ব্যাথা সহ্য করতে পারে । একজন মা যখন একটি শিশুকে জন্ম দেয় তখন তিনি ৫৭ ইউনিট ব্যাথা সহ্য করেন । এই ব্যাথা একসাথে ২০ টি হাড় ভাঙ্গার ব্যথার চেয়েও বেশি । আমরা কি ভাবি যে আমাদের মা,আমাদের জন্ম দেওয়ার সময় কতটা কষ্ট করে আমাদের জন্ম দিয়েছেন । সেই মা জাতিকে হাজার সালাম ।

আমরা কি করে এই মায়ের জাতির উপর পশুর মত আচরণ করি,আমাদের বিবেক কি একটুও নাড়া দেয়না । যে মানুষটির প্রতি আমরা পশুর রূপ ধারণ করছি তিনি কে? হয় আমার বোন নয় আপনার । আমাদের এই বোনটিই হবে কোন একদিন আমাদের মত কাহার মা । আর সেই মাকেই আমরা সমাজের চোখে হেয় করছি । চি চি আমরা কি মানুষ নাকি মানুষরুপি নর পিচাশ ।

দিল্লির ওই ঘটনাকে কেন্দ্র করেই বলছি .... সত্যিকার অর্থের মানুষ কখনই এমন হতে পারেনা । সেই পশু গুলাউত কোনো না কোনো মায়ের সন্তান । তাদের তো আছে এই নির্যাতিত বোনটির মত বোন,তবে কেন তারা এমন কাজ করার আগে তাদের মা-বোনদের কথা একবার মনে করলনা । মানুষের বিবেক বুদ্ধি গুলার এমন কেন অবস্তা হবে । ধিক্কার জানাই ওই নরপিচাশদের,যারা নারী জাতিকে সন্মান দিতে জানেনা ।

আমরা এই সুন্দর পৃথিবীর মানুষ,একে অপরের ভাই - বোন । এটা ভাবতে কেন আমাদের কষ্ট হয় । কবির সেই বাণীতে বলতে চাই .... পৃথিবীতে যাহা সুন্দর চির কল্যান কর অর্ধেক তাহার আনিয়াছে নারী অর্ধেক তাহার নর । । হে আল্লাহ তোমার এই সুন্দর পৃথিবীতে অত্যাচারী ও পশুদের হাত থেকে তুমি সকল মা - বোনদের রক্ষা কর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।