আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় থেকো না, আমি আসবো না

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

অপেক্ষায় থেকো না, আমি আসবো না ।
বার বার ফিরে আসে ফাগুন,
বুকে নিয়ে দারুণ আগুন,
উপহাস করে আমায় ।


এ রকম কত ফাগুন
বুকের ভেতরটা কাপিয়ে গেলো তুমুল ,
তার কতটুকু জানো ?
এ সব অনূর্বর ফাগুন
এখন আর মুখরিত করে না আমায়,
এমন ফাগুন এলে
এখন ক্ষত আর ক্ষতির কথা মনে করে
আতকে উঠি, ভাবি-
এই বুঝি ঝরে গেলাম ।
তুমি অপেক্ষায় থেকো না, আমি আসবো না ।

যে দিন আমি অপেক্ষায় থাকতে থাকতে
অপেক্ষার মুলে গজিয়েছিলো শেখর,
মেলেছিলো ডালপালা,
ভালোবাসা দিতে ও নিতে
প্রতিনিয়ত অপেক্ষা আমার ।
কই সে দিন তো
কোন অবধি মিলেনি আমার?
এড়িয়ে গেলে স্বযত্নে ।
অপেক্ষার দোলায় দুলতে দুলতে
একদা অনুভুতিতে মরচে ধরে গেলো,
দেখা দিল প্রগাঢ় আবেগে
বুঝে নেয়ার মত ফাটল।


আমিও বুঝে নিলাম
না বুঝা এতো দিনের অর্থহীন অপেক্ষার সারাংশ ।
সেই থেকে আমি আর কোন দিন
অপেক্ষায় থাকি না ।
তুমিও আর অপেক্ষায় থেকো না,
আমি আর আসবো না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।