আমাদের কথা খুঁজে নিন

   

ই-বুক বনাম কাগজের বই

অনেক অসাধারনের মাঝে খুব সাধারণ একজন



আমার বই পড়ার শুরু সেবা প্রকাশনীর হাত ধরেই।

সেই পিচ্চি বেলা থেকেই গোগ্রাসে পড়েছি অসংখ্য বই। পেপারব্যাক বই গুলোর নিউজপ্রিন্টের সেই ঘ্রাণ আজো মুছে যায় নি মন থেকে।
সময় পেলে এখনো মাঝে মাঝে খুলে বসি কিশোর-মুসা-রবিনের সেই সব রোমাঞ্চকর এডভেনচার আর 'মাসুদ রানা' র রোমহর্ষক এসাইনমেন্টে

সেসব দিন পেছনে ফেলে যতই বড় হয়ে উঠেছি বই যেন আরো প্রিয় সঙ্গী হয়ে উঠেছে দিনে দিনে।
খুব প্রিয় হয়ে উঠেছে ভারতীয় বাংলা লেখক দের বই গুলো।

সব চে প্রিয়দের মাঝে আছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এছাড়াও সত্যজিৎ , সমরেশ, শীর্ষেন্দু, সুচিত্রা ভট্টাচার্য, নারায়ন গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, আরো অনেকেই। তালিকা করতে গেলে বলে ফুরোনো যায় না।
মনে আছে বইয়ের দোকানে গিয়ে কতোসময় প্রিয় লেখকদের বই গুলোর দিকে জুল জুল করে চেয়ে থেকেছি, কিন্তু পকেটের করুণ অবস্থা দেখে কেনার সাহস হয়নি।
এভাবেই যাচ্ছিলো, কখনো টিফিনের টাকা জমিয়ে, বন্ধুদের সাথে বিনিময় প্রথার মাধম্যেই পড়া হচ্ছিলো নানারকমের পছন্দ-অপছন্দের বই।


না পড়া বই গুলোর জন্য দীর্ঘশ্বাস জমাই ছিলো।

কিন্তু অবস্থার পরিবর্তন এলো, যখন ধীরে ধীরে ইন্টারনেট জগতের বাসিন্দা হলাম। আর সন্ধান পেলাম বাংলা- ইংরেজী মিলিয়ে এক বিশাল বড় ই-বুক জগতের। নানা রঙের, বর্ণের বই। আহা! কী সুখ!
তবে শুরুতেই ই-বুক পড়তে পেরেছি তা নয়, কাগজের বইয়ের অভ্যাস বলে কথা, খুব মিস করতাম ।

কিন্তু ধীরে ধীরে এটাতেও অন্যরকম মজা পেতে লাগলাম।
ফিরে যাই বন্ধুর প্রসঙ্গে, তার সাথে কথার মাঝে সে তার মতামত জানালো ই-বুক নিয়ে। তার মতে কখনোই সে ই-বুক পড়তে পারবেনা। চেষ্টা করেও হয়নি। কাগজের বই পড়াই উচিত সকলের।


আমি তার সাথে কিছু ব্যাপারে একমত হয়েছি, কিন্তু পুরোপুরি হতে পারিনি। আমার মতে, যারা আমাদের মতো পড়ার নেশায় মশগুল থাকতে চায়, কিন্তু পকেট রোগা তাদের অন্ধের যষ্টি এই ই-বুক। কাগজের বইইয়ের প্রতি ভালো লাগা কখনোই মরবে না, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে একান্তই কাগজএর বই নির্ভরতা থেকে একটু বেরিয়ে আসার। আরো একটা কথা ভাবি, আমাদের কিশোর বেলায় বই পড়ার পাগল ছিলাম আমরা, কিন্তু এখন সামাজিক মিডিয়া, নানা রকম চমৎকার গ্রাফিক্সের ভিডিও গেমস এসবের ভীড়ে আর আগের মতো বই পড়ার সময় হয়ে উঠেনা স্কুল-কলেজ পড়ুয়াদের। তাই ভাবি এই প্রজন্মের জন্যে ই-বুকের বিকল্প নেই।

হোক কাগজের হোক ইলেকট্রনিকের বই তো পড়া দরকার।
বন্ধুরা কী বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।