আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে জামায়াতকে আর ছাড় দেবে না বিএনপি

উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটে জামায়াতকে আর ছাড় দেবে না বিএনপি। প্রথম দফা ঘোষিত তফসিলে চেয়ারম্যান পদে বিএনপি জামায়াতকে ছাড় দিলেও এবার জোটের সিদ্ধান্ত না মেনে তারা বিএনপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। তাই তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনে জামায়াতকে কোনো ধরনের ছাড় দিতে নারাজ বিএনপি। এমনকি যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জামায়াত নেতারা রয়েছেন সেগুলোতেও বিএনপি প্রার্থী দেবে। ফলে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি ও জামায়াতের সম্পর্কে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে। প্রথম দফা ঘোষিত তফসিলে ৬ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একটিতে জামায়াত ও ৫টি বিএনপির প্রার্থী ১৯ দলীয় জোটের সমর্থন পান। এর মধ্যে জৈন্তাপুর উপজেলায় জোটের সমর্থন পান জামায়াত নেতা জয়নাল আবেদীন। জোটের সিদ্ধান্ত মেনে ওই উপজেলা থেকে বিএনপির সব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু বাকি ৫ উপজেলার মধ্যে গোলাপগঞ্জ ও বিশ্বনাথে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জামায়াত তাদের নিজস্ব প্রার্থী দাঁড় করায়। এনিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের টানাপড়েন শুরু হয়। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, জামায়াত জোটের সিদ্ধান্ত না মানায় এখন তাদের আর কোনো ধরনের ছাড় দেবে না বিএনপি। দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বর্তমান চেয়ারম্যান জামায়াতের হলেও এ দুই উপজেলায়ও বিএনপি ছাড় দিতে নারাজ জামায়াতকে। ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.