আমাদের কথা খুঁজে নিন

   

ফেরদৌস ওয়াহিদের দ্বিতীয় ছবি

২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় প্রথম চলচ্চিত্র 'কুসুমপুরের গল্প'। একই সঙ্গে দ্বিতীয় চলচ্চিত্রের ঘোষণা দিলেন তিনি। ফেরদৌস ওয়াহিদ জানান, নিজের পরিচালনায় 'কুসুমপুরের গল্প' আমার প্রথম চলচ্চিত্র। প্রায় দুই বছর সময় নিয়ে এর কাজ শেষ করেছেন। এর প্রধান দুই অভিনয়শিল্পী হলেন নবাগত পলাশ, পুতুল ও নিশক।

এ ছবির মধ্য দিয়ে আমি এ তিনজন অভিনয়শিল্পীকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। আমি জানি না কতটুক সফল হতে পেরেছি। তিনি আরও বলেন, 'দুজন বন্ধুর মিষ্টি গল্প নিয়ে আমি আরও একটি ছবি তৈরি করার পরিকল্পনা করছি। গল্প তৈরির কাজ শেষ করেছি। এ বছরের মধ্যে নতুন ছবির কাজে হাত দেওয়ার পরিকল্পনা আছে আমার।

'

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।