আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ের(DUBAI) কিছু মজার তথ্য:

সব সময় চোখে ভাসে আমার প্রাণ প্রিয় মাতৃভূমির মাটি ও মানুষের হাস্যজ্জল মুখচ্ছবি।

কবুতর পোষা অনেকেরই প্রিয় শখ। কবুতর পালন করা যাবে তবে খাওয়া যাবে না। কবুতর হত্যা করা নিষিদ্ধ। আরাবিয়ানরা কবুতরকে শদ্ধার চোখে দেখে থাকে।



মরুভূমিতে সবচেয়ে বেশি হয় খেজুর গাছ। রাস্তার দুধারে ,বাড়ি,শপিংমলের চারপাশে প্রচুর খেজুর গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের মতো খেজুর গাছ কেটে রস বের করতে দেখা যায় না। খেজুর গাছ থেকে রস বের করা নিষিদ্ধ।

আমি এখন পর্যন্ত কোন মাদ্রাসা বা মাজার খুজে পাইনি।

তবে অনেক ভালো মানের ইউনিভার্সিটি এবং ইসলামিক রিসার্চ সেন্টার আছে। এখানকার বর্তমান জেনারেশন আধুনিক শিক্ষায় শিক্ষিত।

দুবাইয়ের পাশে “আল আইন” নামক স্টেটের সব মসজিদে মুয়াজ্জিনের মুখে আযান দেয়া হয়না। ডিজিটাল পদ্ধতিতিতে একসাথে সব মসজিদে ইন্টারনেটের মাধ্যমে আযান দেয়া হয়। শুক্রবারে হুজুরের জুম্মার বয়ান “আল আইন” কত্পক্ষ আগে থেকেই ঠিক করে দেন।

এই বাইরে হুজুর কিছু বলতে পারেন না। এবং দেশের বাইরের কোন মানুষের জন্য দোয়া করাও নিষিদ্ধ(অনুমতি ব্যাতিত)। [আমি শুনেছি সৌদি আরব এবং মালয়েশিয়াতে শুক্রবারের বয়ান সরকার থেকে ফিক্সড করে দেয়া হয়] আমাদের দেশে এমনটি হলে খারাপ হয়না।

শেখের পুত্রদের(ধনকুবের) বিকট শব্দের জিপ, মোটর সাইকেল নিয়ে মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। বিকট শব্দে অন্যান্য রোড ইউজারদের ভয় পাইয়ে মজা নেয়।

প্রথম প্রথম যে শুনবে সে নির্ঘাত ভয় পাবে। এই মজা নেয়ার কৌশল আমার কাছে খুবই বাজে লাগে। তবে এখানকার লোকাল মানুষের ব্যাবহার অমায়িক। আপনার কোন সাহায্য লাগবে , যেমন পথ বা মার্কেট চিনছেন না। কাওকে জিজ্ঞাসা করলে সাথে যেয়ে দেখিয়ে দিয়ে আসবে।

তাদের কুশল বিনিময়ের পদ্ধতি ও আমার কাছে চমৎকার লাগে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।