আমাদের কথা খুঁজে নিন

   

আম্পায়ারদের সিদ্ধান্তের ব্যাপারে ভাবতে হবে



যখন টু টায়ার সিস্টেম চালু করার গুন্জন উঠছিল আর বিসিবির রায় সেদিকেই যাচ্ছিল ঠিক তখন আমাদের ক্রিকেট প্রেমীরা বিসিবির কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধনের জন্য দাড়িয়ে যান।

ফলাফল: বিসিবি সেরকম আত্মঘাতী সিদ্ধান্তের পক্ষে সায় দেয়া থেকে সরে দাড়ায়।


কিন্তু দিনের পর দিন দেশি বিদেশি আম্পায়ারদের অনবরত ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি কোনধরণের টু শব্দটুকুও করে না। যদি সে সিদ্ধান্তের ফলে খেলার ফলাফল পাল্টেও যায় তবুও না।

বিদেশি আম্পায়ারের এমন ভুল সিদ্ধান্ত আর দেশি আম্পায়ারদের লোক দেখানো নিরপেক্ষতার নামে ভুল সিদ্ধান্তের হাত থেকে মুক্তির জন্য সেই ভাইয়েরা কি আবার বিসিবির দৃষ্টিআকর্ষণ করাতে পারেন না?

অথবা সেরকম কোন ব্যবস্থা যাতে করে বিসিবি এ বিষয়ে নড়েচড়ে বসে!


খেলোয়াড়রা বাজে খেলতেই পারে, কিন্তু আম্পায়ারদের সব ভুল সিদ্ধান্তের বলি কেন আমাদের দেশ হবে!

পারলে ভেবে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।