আমাদের কথা খুঁজে নিন

   

টেকটিউনসে টিউটোবিডি নামে পরিচিত রাসেল আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

প্রথমেই মডারেটনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অফ টপিকের জন্য। তবে অত্যন্ত দুঃখের সাথে আজকের এই পোস্ট করতে হচ্ছে। বাংলাদেশের ফ্রিল্যান্সিং জগতের জনপ্রিয় এক নাম রাসেল আহমেদ। শিক্ষত তরুনদের ওয়েব ডিজাইন শেখাবার জন্য কি না করে চলেছেন এই নিবেদিত প্রান মানুষটি। টেক টিউনসে যার এখন পর্যন্ত ১২৯ টি টিউন রয়েছে।

রয়েছে দুই শ্তাধিক ভিডিও টিউটোরিয়াল। দেশের ফ্রিল্যান্সিং জগতকে বিশ্বের কাছে অন্য ভাবে উপস্থাপন করার সপ্ন দেখেন আমাদের সবার প্রিয় রাসেল ভাই। তার প্রচেস্টায় গড়ে উঠেছে আর আর ফাউন্ডেশন যা আজ সবার কাছে সমান ভাবে সমাদৃত। শুধুমাত্র টিটোরিয়াল বানিয়ে তিনি ক্ষান্ত জাননি। তার নিজ বাড়ি কুস্টিয়ার ভেড়ামারাতেও বিনামূল্যে ট্রেনিং দেবার ব্যবস্থা করেছেন।


আজ  রাসেল ভায়ের নাম জশ দেখে কিছু লোক আজ তার শত্রুতে পরিনত হয়েছে। যার ফলশ্রুতিতে আজ বিকালে ক্রিকে্ট খেলে ফেরার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হন এই মেধাবী ফ্রীল্যান্সার। মাথা ও কানে গুরুত্বর আঘাত পাওয়ায় ১২ টা শেলাই দিতে হয়েছে। সেই সাথে তার ব্যবঋত বাইকটি ও তারা ভাংচুর চালিয়ে মন্ড করে দেয় । সন্ধ্যার তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এখন তার অবস্থা স্থিতিশীল।
আপনাদের সকলের দোয়া চাই ভায়ের আশু সুস্থতা কামনা করে।

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।