আমাদের কথা খুঁজে নিন

   

ভারতকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এগুলো নিউ জিল্যান্ড

দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ১-০ ব্যবধানে হারানোয় নিউ জিল্যান্ডের রেটিং পয়েন্ট ৫ বেড়ে দাঁড়িয়েছে ৮৭। ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে সপ্তম স্থানে উঠে গেছে দলটি।

অন্যদিকে ভারতের রেটিং পয়েন্ট পাঁচ কমে হয়েছে ১১২। তবে রেটিং কমলেও র্যাঙ্কিংয়ে অবনমন হয়নি ধোনিদের। দুই নম্বরেই আছে তারা।



অকল্যান্ডে ৪০ রানে জেতা কিউইরা শেষ টেস্টের দ্বিতীয় দিনেই হারের শঙ্কায় পড়ে যায়। তবে অধিনায়ক ম্যাককালামের ৩০২ রানের অনবদ্য ইনিংসে ম্যাচ বাঁচানোর সঙ্গে সিরিজ জয়ও নিশ্চিত করে তারা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ব্যর্থতায় র্যাঙ্কিংয়ে এখন অবনমন না হলেও সে শঙ্কা অবশ্য কাটেনি ভারতের। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা তিন ম্যাচের টেস্ট সিরিজ ড্র করলেই ভারতকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে মাইকেল ক্লার্করা। বর্তমানে ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।



সেঞ্চুরিয়নে জিতে ইতোমধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

তবে সিরিজের ফলাফল যায় হোক না কেন, দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানের কোনো পরিবর্তন হবে না। ১ এপ্রিল পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা দল হওয়ায় সুবাদে সাড়ে চার লাখ ডলার পুরস্কার পাবে তারা। দ্বিতীয় দল পাবে সাড়ে তিন লাখ ডলার আর তৃতীয় দল জিতবে আড়াই লাখ ডলার পুরস্কার।

১৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার নিচে আছে বাংলাদেশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.