আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে পরিযায়ী পাখির রাজ্য

প্রাকৃতিক সৌন্দর্যর্ের লীলাভূমি-খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস এখন অতিথি পাখির কলকাকলীতে মুখরিত। উপযুক্ত পরিবেশ আর নিরাপদ আশ্রয়ে ক্যাম্পাসের পদ্মে শোভিত লেকগুলোতে এসব অতিথি পাখি নির্ভাবনায় মেতে উঠেছে খোশগল্প আর জলকেলিতে। কেউবা আবার ডুব সাঁতারে ব্যস্ত। এসব অতিথি পাখির কলকাকলী আর কিচিরমিচির শব্দে ক্যাম্পাসে মধুময় সুরের আবহ বিরাজ করছে। এখন ক্যাম্পাসবাসীর ঘুম ভাঙে অতিথি পাখির কলকাকলীতে।

এ বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় ১৬-১৭টি লেক থাকলেও মাত্র ৩টি লেক অর্থাৎ প্রশাসনিক ভবনের সামনের লেক , জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন লেক এবং মীর মশাররফ হোসেন হল সংলগ্ন লেকগুলোতে অতিথি পাখির পদচারণা বেশি থাকে। আর এ লেকগুলোকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবছর উত্তরের শীতপ্রধান সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল, জিনজিয়াং ও ভারত থেকে হাজার হাজার অতিথি পাখি বাংলাদেশে আসে। মূলত অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকেই এরা এদেশে আসে। আবার মার্চের শেষ দিকে তারা তাদের আপন ঠিকানায় ফিরে যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী প্রতিবছর প্রায় ২৫০ প্রজাতির অতিথি পাখির মধ্যে ক্যাম্পাসে সাধারণত প্রায় ৫০-৬০ প্রজাতির অতিথি পাখি আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব পাখি আসে তার মধ্যে বেশির ভাগই হাঁস জাতীয় ও পানিতে বসবাস করে। এর মধ্যে সরালি, খঞ্জনা, পাতারি হাঁস, পাতিতারা, নোনাজ্যোৎস্না, গয়ার, ধুপানি, লালমুড়ি, বামুনিয়া হাঁস, সিন্ধু ঈগল, বাড়িঘোরা, হুড হুড ইত্যাদি প্রধান।

এরা অতি শীতপ্রবণ উত্তর মেরু থেকে নিজেদের বাঁচাতে দক্ষিণের নাতিশীতোষ্ণ অঞ্চলে আসে। বছরজুড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের সমাগম থাকলেও বর্তমানে তাদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

সপরিবারে বসুন্ধরা থেকে অতিথি পাখি দেখতে বিদুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এটিএম হারুনুর রশিদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টিভিতে দেখেছি এখানে প্রতিবছর অতিথি পাখি আসে তাই ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে চলে এলাম। এদিকে প্রতিবছরই এসব অতিথি পাখিদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়। পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় লাগানো হয় বিভিন্ন নির্দেশনা সম্পর্কিত ব্যানার ও ফেস্টুন। এ ছাড়া অতিথি পাখিদের আগমন উপলক্ষে প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী 'পাখিমেলা'।

নাহিদুর রহমান হিমেল, জাবি

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.