আমাদের কথা খুঁজে নিন

   

ইব্রাহিমোভিচর নৈপুণ্যে শেষ আটের পথে পিএসজি

মঙ্গলবার রাতে প্রথম লেগে নিজেদের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ায় কোয়ার্টার-ফাইনালে ওঠাটা প্রায় অসম্ভব হয়ে গেছে লেভারকুজেনের।

পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে পিএসজি দেখিয়েছে বড় অন্য দলগুলোর মতো তারও শিরোপার অন্যতম দাবিদার।

পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ইব্রাহিমোভিচ। এর তিন মিনিট পরেই ২৫ মিটার দূর থেকে নেয়া অসাধারণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুইডেনের এই স্ট্রাইকার।

বুন্দেসলিগায় দ্বিতীয় অবস্থানে থাকা লেভারকুজেন নিজেদের মাঠেও পিএসজির সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি।

ম্যাচের তৃতীয় মিনিটেই ব্লাইস মাতুইদির গোলে এগিয়ে যায় অতিথিরা।

বিরতির আগে ইব্রাহিমোভিচের পর পর দুই গোলেই জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগে এ মোসুমে ১০ গোল করে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন তিনি।

ম্যাচের ৫৯ মিনিটে এমির স্পাহিচ লাল কার্ড দেখলে দুর্দশা আরো বাড়ে লেভারকুজেনের। পিএসজির শেষ গোলটি করেন মিডফিল্ডার ইয়োহান কাবেয়ে।

মঙ্গলবার শেষ ষোলোর অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.