আমাদের কথা খুঁজে নিন

   

কমনওয়েলথ ডেপুটি সেক্রেটারি জেনারেলের সঙ্গে তারেকের বৈঠক

কমনওয়েলথ ডেপুটি সেক্রেটারি জেনারেল মিস মাসেগো মাসিরে মুয়াম্বা’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ হেডকোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশে ত্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে মিস মাসেগো মাসিরে-মুয়াম্বা’র দ্রুত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অর্থবহ সংলাপ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেন।

এই বৈঠকে ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী কমনওয়লেথ মহাসচিবের বিবৃতি নিয়েও আলোচনা হয়। বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচনে সীমিত পর্যায়ে অংশগ্রহণ ও স্বল্পসংখ্যক ভোটারের উপস্থিতি হতাশাজনক।

এ প্রসঙ্গে মিস মাসেগো মাসিরে-মুয়াম্বা কমনওয়েলথের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমনওয়েলথের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তারেক রহমান বলেন, রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা হুমায়ূন কবির, ব্যারিস্টার এম এ সালাম এবং ব্যারিস্টার আবু সালেহ মোহাম্মাদ সায়েম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.