আমাদের কথা খুঁজে নিন

   

পরিস্থিতি বিবেচনা করে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

বর্তমান রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করেই আগামী দশম জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে কমনওয়েলথ।

আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে সফররত কমনওয়েলথ প্রতিনিধি মার্টিন কেইজার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, 'আমরা মঙ্গলবার বাংলাদেশে এসেছি। এদেশের রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলব। তারপর দশম জাতীয় সংসদের সার্বিক পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন তৈরি করব। সেই প্রতিবেদন আমরা কমনওয়েলথের মহাসচিব বরাবর জমা দেব। তারপর তিনিই সিদ্ধান্ত নেবেন পর্বেক্ষক পাঠানোর বিষয়ে।'

সকাল ১০টায় কমনওয়েলথের তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমনওয়েলথের রাজনৈতিক কর্মকর্তা আমনা জাটোল ও ক্লারা কোল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।